বন্দুকধারীদের গুলিতে ২ ইসরাইলি নিহত

অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডের উত্তরাঞ্চলে সন্দেহভাজন বন্দুকধারীদের গুলিতে দুই ইসরাইলি নিহত হয়েছে। পরে ইসরাইলি পুলিশ কর্মকর্তারা সন্দেহভাজন ফিলিস্তিনি বন্দুকধারীদের গুলি করে হত্যা করে।

রোববার (২৭ মার্চ) ইসরাইল অধিকৃত হাজেরা শহরে এই ঘটনা ঘটে। ইসরাইলের পুলিশ বলছে, পার্শ্ববর্তী উম্মুল ফাহম শহর থেকে বন্দুকধারীরা হাজেরা শহরে গিয়ে হত্যাকাণ্ড চালায়।

ইসরাইলের কান টিভি জানিয়েছে, বন্দুকধারীরা যাদেরকে হত্যা করেছে তারা ইসরাইলের পুলিশ কর্মকর্তা। বন্দুকধারীদের গুলিতে ইসরাইলের আরও তিন পুলিশ কর্মকর্তা আহত হয়েছে।

ইসরাইলের টেলিভিশনে নজরদারি ক্যামেরার ফুটেজ প্রকাশ করা হয়েছে যাতে দেখা যায়, দুই বন্দুকধারী ফিলিস্তিনি হাজেরা শহরের প্রধান সড়কে দাঁড়িয়ে ইসরাইলিদের ওপর গুলি চালাচ্ছে।

গত মঙ্গলবার ইসরাইল অধিকৃত বীরসেবা শহরে অবৈধ বসতি স্থাপনকারী এক ইহুদির ওপর হামলা চালানোর অভিযোগে এক তরুণ ফিলিস্তিনিকে হত্যা করে ইসরাইলের পুলিশ। ইসরাইলি গণমাধ্যম জানিয়েছে, চার ইসরাইলিকে হত্যার জন্য পুলিশ তাকে গুলি করে হত্যা করে।

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.