স্বাধীনতা দিবস উপলক্ষে আইসিবি,র আলোচনা সভা অনুষ্ঠিত

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ (আইসিবি) কর্তৃক কর্পোরেশনের প্রধান কার্যালয়ে` জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক নেতৃত্ব ও সুবর্নজয়ন্তীতে দেশের উন্নয়ন ,শীর্ষক আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

উক্ত আলোচনা সভায় আইসিবির ব্যবস্থাপনা পরিচালক মো. আবুল হোসেন,মহাব্যবস্থাপকগণ,সাবসিডিয়ারি কোম্পানির নির্বাহী কর্মকর্তাগণ, উপ-মহাব্যবস্থাপকগণ, আইসিবি কর্মকর্তা সমিতি এবং কর্মচারি ইউনিয়নের সভাপতি সহ সকল স্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

কর্মসূচি শেষে  ব্যবস্থাপনা পরিচালকের নেতৃত্বে আইসিবি,র পক্ষ থেকে সাভার জাতীয় স্মৃতিসৌধে স্বাধীনতা যুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয় ।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.