ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) এবারের আসরের উদ্বোধনী ম্যাচে চেন্নাই সুপার কিংসে ৬ উইকেটের ব্যবধানে হারিয়েছে কলকাতা নাইট রাইডার্স। ম্যাচ হারলেও দারুণ এক রেকর্ডে নাম লিখিয়েছেন চেন্নাইয়ের অলরাউন্ডার ডোয়াইন ব্রাভো।
এই ক্যারিবীয় তারকা এখন যৌথভাবে আইপিএলের ইতিহাসের সর্বোচ্চ উইকেট শিকারি। তার সঙ্গে রয়েছেন লঙ্কান কিংবদন্তি পেসার লাসিথ মালিঙ্গা। কলকাতার বিপক্ষে মাত্র ২০ রানে ৩ উইকেট নিয়েছেন ব্রাভো। আর তাতেই তিনি মালিঙ্গার পাশে নাম লিখিয়েছেন। দুজনেরই উইকেট সংখ্যা এখন ১৭০টি। আর মাত্র একটি উইকেট পেলেই মালিঙ্গাকে ছাড়িয়ে আইপিএলের সবচেয়ে সফলতম বোলার হবেন ব্রাভো।
আইপিএলে ১৭০ উইকেট পেতে মালিঙ্গা খেলেছিলেন ১২২ ম্যচ। যদিও ব্রাভোর এই পরিমাণ উইকেট পেতে খলতে হয়েছে ১৫২ ম্যাচ। এই তালিকায় মালিঙ্গা-ব্রাভোদের ঠিক পরেই আছেন অমিত মিশ্র। তিনি ১৫৪ ম্যাচে ১৬৬ উইকেট নিয়েছেন। এদিকে মালিঙ্গা বেশ কয়েক বছর আগেই আইপিএলের পাট চুকিয়েছেন। তিনি বর্তমানে রাজস্থান রয়্যালসের পেস বোলিং কোচের দায়িত্ব পালন করছেন।
অর্থসূচক/এএইচআর



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.