ধোনিদের হারিয়ে জয় দিয়ে আইপিএল শুরু কলকাতার

বয়স ৪০ পেরিয়েছে, চেন্নাই সুপার কিংসের নেতৃত্বও ছেড়েছেন মহেন্দ্র সিং ধোনি। গত আসরে সমালোচনার তীরে বিদ্ধ হওয়া ধোনির ব্যাট হেসেছিল এবারের মৌসুমের প্রথম ম্যাচেই। রুতুরাজ গায়কোয়াদ-ডেভন কনওয়েদের ব্যর্থতার দিনে বুড়ো হাড়ের ভেলকি দেখিয়েছিলেন ক্যাপ্টেন কুল। ৩৮ বলে হাফ সেঞ্চুরি করে দলকে লড়াইয়ের পুঁজি এনে দিলেও আজিঙ্কা রাহানে-শ্রেয়াস আইয়ারদের ব্যাটিংয়ে বিফলে গেছে ধোনির শেষের ঝড়। ২০২২ আইপিএলের প্রথম ম্যাচে চেন্নাইকে ৬ উইকেটে হারিয়ে দারুণ শুরু করলো কলকাতা নাইট রাইডার্স। সেই সঙ্গে কলকাতার জার্সিতে অধিনায়ক আইয়ারের শুরুটাও হলো জয় দিয়ে।

জয়ের জন্য ১৩২ রানের সহজ লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ভালো করে কলকাতা। পাওয়ার প্লেতে কোনো উইকেট না হারিয়ে কলকাতার দুই ওপেনার মিলে তোলেন ৪৩ রান। পাওয়ার প্লে শেষ হতেই অবশ্য উইকেট হারায় শ্রেয়াস আইয়ারের দল। ভেঙ্কেটেস আইয়ারকে ফিরিয়ে চেন্নাইকে প্রথম উইকেট এনে দেন ডোয়াইন ব্রাভো। উইকেটকিপার ধোনির গ্লাভসে ক্যাচ দিয়ে ১৬ রানে ফিরেছেন বাঁহাতি এই ওপেনার। তিনে নেমে ভালো শুরু করলেও ইনিংস বড় করতে পারেননি নীতিশ রানা।

ব্রাভোর বুক বরাবর বল তুলে মারতে গিয়ে শর্ট ফাইন লেগে আম্বাতি রাইডুর হাতে ক্যাচ দিয়েছেন বাঁহাতি এই ব্যাটার। দুটি চার এবং একটি ছক্কায় ১৭ বলে ২১ রানে আউট হয়েছেন রানা। দারুণ ব্যাটিং করলেও হাফ সেঞ্চুরির ঠিক আগে সাজঘরে ফিরেছেন রাহানে।

মিচেল স্যান্টনারের লেংথ বলে ফ্লিক করতে গিয়ে মিড উইকেট থাকা রবীন্দ্র জাদেজাকে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নের পথে ফিরেছেন ৩৪ বলে ৪৪ রান করা ডানহাতি এই ওপেনার। ইনিংসটি খেলতে ৬টি চার এবং একটি ছক্কা মেরেছেন রাহানে। ডানহাতি এই ব্যাটার ফিরলেও স্যাম বিলিংস ও আইয়ার মিলে দলকে টেনে নিয়ে যান। ২৫ রান করে বিলিংস ফিরলেও ২০ রানে অপরাজিত ছিলেন কলকাতার অধিনায়ক। তাতে ৬ উইকেটের জয় পায় কলকাতা। চেন্নাইয়ের হয়ে তিনটি উইকেটই নিয়েছেন ব্রাভো।

এর আগে ব্যাটিং করে ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৩১ রান তোলে চেন্নাই। দলের পক্ষে সর্বোচ্চ ৫০ রান করেছেন ধোনি। প্রায় তিন বছর পর আইপিএলে হাফ সেঞ্চুরি পেয়েছেন চেন্নাইয়ের সাবেক অধিনায়ক। এ ছাড়া জাদেজার ব্যাট থেকে এসেছে অপরাজিত ২৬ রান।

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.