মহান স্বাধীনতা দিবসে (২৬ মার্চ) পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান প্রফেসর শিবলী রুবাইয়াত-উল-ইসলামের নেতৃত্বে সংস্থাটির কমিশনার ও কর্মকর্তাবৃন্দ সাভারের জাতীয় স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পণ করে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন।
বিএসইসির পক্ষ থেকে পুস্পস্তবক অর্পণ করার সময় কমিশনার অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অধ্যাপক ড. শেখ শামসুদ্দিন আহমেদ, ড. মিজানুর রহমান, আব্দুল হালিম, নির্বাহী পরিচালক মাহবুবুল আলম, সাইফুর রহমান, কামরুল আনাম খান, মোহাম্মদ রেজাউল করিম প্রমুখ।
 
			
 
						

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.