পিকআপ-সিএনজি সংঘর্ষে নিহত ৪

নরসিংদীর রায়পুরায় ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ সময় আরও একজন গুরুতর আহত হয়েছেন বলে জানা গেছে।

শুক্রবার (২৫ মার্চ) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার আমীরগঞ্জে এ ঘটনা ঘটে। তাৎক্ষণিক তাদের নাম-পরিচয় জানা যায়নি।

এ তথ্য নিশ্চিত করে রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুর রহমান জানান, সকাল সাড়ে ৭টার দিকে একটি পিকআপ ভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। চারজন ঘটনাস্থলে নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন একজন। নিহতরা সবাই সিএনজি অটোরিকশার যাত্রী ছিলেন। দুর্ঘটনার পর থেকে এখানে প্রচণ্ড যানজটের সৃষ্টি হয়েছে। অনেক মানুষ ভিড় করছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশের বেশ কয়েকজন সদস্য কাজ করছে।

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.