ফেনীর ছাগলনাইয়াতে স্বপ্ন’র নতুন আউটলেট উদ্বোধন

ফেনীর ছাগলনাইয়া উপজেলায় দেশের রিটেইল চেইনশপ ‘স্বপ্ন’র ২০৮তম শাখা চালু হয়েছে ।

আজ বৃহস্পতিবার (২৪মার্চ) ফেনী জেলার ছাগলনাইয়া বাজারে অনুষ্ঠিত স্বপ্ন এই আউটলেটের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ‘স্বপ্ন’র অপারেশনস ডিরেক্টর আবু নাছের, রিটেইল এক্সপেনশন বিভাগের পরিচালক সামসুদ্দোহা শিমুল, রিজওনাল ম্যানেজার রিয়াজ সহ আরও অনেকে।

এসময় স্বপ্ন’র অপারেশনস ডিরেক্টর আবু নাছের বলেন, এবার ফেনীর ছাগলনাইয়াতে যাত্রা শুরু করল ‘স্বপ্ন’। আশা করছি, স্বাস্থ্যসম্মত এবং নিরাপদ পরিবেশে গ্রাহকরা এখানে নিয়মিত কেনাকাটা করবেন।

স্বপ্ন’র রিটেইল এক্সপেনশন বিভাগের পরিচালক সামসুদ্দোহা শিমুল বলেন, স্থানীয়দের চাহিদার কথা মাথায় রেখে আউটলেটে পণ্য রাখা হয়েছে। গ্রাহকদের পরামর্শ এবং মূল্যায়ন সবসময় আশা করি আমরা।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.