আট মাস পর তামিমের হাফ সেঞ্চুরি

২০২১ সালের জুলাই মাসে জিম্বাবুয়ের মাটিতে সর্বশেষ পঞ্চাশোর্ধ্ব ইনিংসের দেখা পেয়েছিলেন তামিম ইকবাল। হারারে স্পোর্টস ক্লাব গ্রাউন্ডে স্বাগতিকদের বিপক্ষে খেলেছিলেন ১১২ রানের ইনিংস। এরপর দেখতে দেখতে আটটি মাস কেটে গেছে, তামিম হাফ সেঞ্চুরিরও দেখা পাননি।

এর মধ্যে অবশ্য দীর্ঘদিন বাংলাদেশ ওয়ানডে ম্যাচও খেলেনি। গত মাসে আফগানিস্তানের বিপক্ষে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজের পর এই মাসে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলছে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। মাঝে ৫ ইনিংসে তামিমের সর্বোচ্চ রান ছিল ৪১। তাও এই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচে।

এবার সিরিজ জয়ের মহা সুযোগ। সে সঙ্গে দক্ষিণ আফ্রিকার মাটিতে ইতিহাস গড়ার হাতছানি। এমন ম্যাচে এসেই জ্বলে উঠলো তামিমের ব্যাট। ক্যারিয়ারের ৫২তম হাফ সেঞ্চুরি করে ফেললেন তিনি।

৫২ বলে হাফ সেঞ্চুরি পূরণ করেন তিনি। মেরেছেন ৯টি বাউন্ডারি। এর মধ্যে রাবাদার এক ওভারেই মারেন ৪টি বাউন্ডারি। এ রিপোর্ট লেখার সময় তামিমের রান ৫৭ বলে ৬২। বাংলাদেশের রান ১৬.১ ওভারে ৯৪। লিটন দাস ব্যাট করছেন ৩০ রান নিয়ে।

অর্থসূচক/এমএস

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.