দ্বিতীয় বলেই পয়েন্টে ক্যাচ তুলে বসেছিলেন লিটন দাস। সেটা তালুবন্দি করতে পারেননি কেশভ মহারাজ। এরপর আর বাংলাদেশকে পেছন ফিরে তাকাতে হয়নি। একের পর এক বাউন্ডারিতে রান বেড়েছে তরতরিয়ে। তাতে পাওয়ারপ্লে শেষেই ৫৮ রান তুলে ফেলেছে তামিম ইকবালের দল।
লক্ষ্য ১৫৫ রানের। ওভারপ্রতি চাই তিনের কিছু বেশি রান। এমন লক্ষ্যে শুরুটা আরও ধীরগতির হলেও ক্ষতি ছিল না খুব। তবে তামিম লিটনের দারুণ শুরুতে বাংলাদেশ ওভারপ্রতি রানের চাহিদাটাকে নামিয়ে এনেছে দুইয়ের ঘরে। ৪০ ওভারে চাই ৯৭ রান, এখন ওভারপ্রতি ২.৫ এর কাছাকাছি রান চাই বাংলাদেশের।
তবে এই রানের গতি আনতে গিয়ে বারদুয়েক বিপদেও পড়তে হয়েছে বাংলাদেশকে। ইনিংসের দ্বিতীয় বলে লিটনের সেই মুহূর্তটা ছিল একটা। এরপর তামিম ইকবালও বেঁচে ফিরেছেন ভাগ্যের জোরে। লুঙ্গি এনগিডির বলে আরেকটু হলেই খোয়াতে বসেছিলেন উইকেটটা। তবে শেষমেশ তা আর হয়নি। ফলে পাওয়ারপ্লেতে আর উইকেট হারায়নি বাংলাদেশ, করে ফেলে ৫৮ রান।
অর্থসূচক/এমএস
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.