ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) এবারের আসরের পর্দা উঠছে ২৬ মার্চ। এরই মধ্যে জানা গেছে এই ফ্র্যাঞ্চাইজি আসর জুড়ে ২৫ শতাংশ দর্শক প্রবেশের অনুমতি দিয়েছে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)।
যদিও অবস্থা বুঝে টুর্নামেন্টের মাঝ পথে আরও বেশি দর্শকদের খেলা দেখার সুযোগ করে দেয়া হবে। এই বিষয়টি নিশ্চিত করেছেন বিসিসিআইয়ের এক কর্মকর্তা।
তিনি বলেছেন, ‘এটা আমাদের পরিকল্পনা। ম্যাচ যত এগোবে পরিস্থিতি বুঝে স্টেডিয়ামগুলিতে দর্শকদের সংখ্যা বাড়বে। কোভিডের সংক্রমণ দিন দিন কমে আসার পাশাপাশি আমরা আশা করছি, আরও বেশি দর্শক গ্যালারিতে থাকবে।’
আইপিএলের গত আসর ভারতের শুরু হয়েছিল। যদিও সেবার কোনো দর্শক মাঠে বসে খেলা দেখার সুযোগ পাননি। এরপরও করোনার হানার কারণে মাঝ পথে স্থগিত করতে হয়েছিল জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি লিগটি। টুর্নামেন্টের বাকি অংশ অনুষ্ঠিত হয়েছিল আরব আমিরাতের মাটিতে। এবারও ভারতের মাটিতে অনুষ্ঠিত হচ্ছে আইপিএলের আসর। গতবারের তিক্ত অভিজ্ঞতার কারণে এবার বেশ সতর্ক বিসিসিআই।
আইপিএলের এই আসরের জন্য অল্প কিছু ভেন্যু বেছে নিয়েছে আয়োজকরা। এর মধ্যে রয়েছে মুম্বাইয়ের তিন স্টেডিয়াম ওয়াংখেড়ে স্টেডিয়াম, ব্রাবোর্ন স্টেডিয়াম ও ডিওয়াই পাটিল স্টেডিয়াম। এ ছাড়া বেশ কিছু ম্যাচ আয়োজন করা হবে পুনের এসসিএ ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে। যদিও প্লে অফের ম্যাচগুলো কোথায় আয়োজিত হবে তা নিয়ে এখনও সিদ্ধান্ত নিতে পারেনি আইপিএলের গভর্নিং কাউন্সিল।
অর্থসূচক/এএইচআর



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.