করোনায় আক্রান্ত হিলারি ক্লিনটন

করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন । গতকাল মঙ্গলবার তার নমুনা পরীক্ষায় করোনা পজিটিভ আসে। এদিকে হিলারি মৃদু উপসর্গে ভুগছেন বলে জানিয়েছে বার্তা সংস্থা এপি।

তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে সাবেক ডেমোক্র্যাট প্রেসিডেন্ট প্রার্থী হিলারি জানিয়েছেন, তিনি ‘ভালো আছেন।’ তার স্বামী সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটনের নমুনা পরীক্ষার ফল নেগেটিভ এসেছে, তবে তিনি কোয়ারেন্টিনে আছেন।

বিল ক্লিনটনের একজন মুখপাত্র টুইটার বার্তায় জানান, বিধি অনুযায়ী সাবেক প্রেসিডেন্ট নিয়ম অনুসারে করোনা পরীক্ষা করাবেন।

হিলারি জানান, গুরুতর অসুস্থতার বিরুদ্ধে ভ্যাকসিন থেকে পাওয়া সুরক্ষার প্রতি আমি কৃতজ্ঞ। সবাইকে ভ্যাকসিন ও বুস্টার ডোজ নিতে উদ্বুদ্ধ করেন তিনি।

গত ১৩ মার্চ সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা জানিয়েছিলেন তিনি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এর আগে ডোনাল্ড ট্রাম্পও করোনায় আক্রান্ত হন।

 

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.