বাংলাদেশের বিপক্ষে সিরিজ নির্ধারণী তৃতীয় ওয়ানডে থেকে ছিটকে গেছেন ওয়েইন পারনেল। দক্ষিণ আফ্রিকার এই পেসার হ্যামস্ট্রিংয়ের চোটে পড়েছেন।
পারনেলের চোটের বিষয়টি এরই মধ্যে নিশ্চিত করেছে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা। বাংলাদেশের বিপক্ষে প্রথম ওয়ানডেতে ছিলেন না পারনেল। দ্বিতীয় ওয়ানডেতে ফিরে দারুণ শুরু করেছিলেন তিনি। দ্বিতীয় ওভারে এক স্লোয়ার ডেলিভারিতে এলবিডব্লিউ হয়েছিলেন মুশফিকুর রহিম।
নিজের ২.১ ওভারের সময় অস্বস্তির কারণে মাঠ ছেড়ে যেতে বাধ্য হয়েছিলেন পারনেল। এরপর আর মাঠে ফেরার সুযোগ হয়নি তার। পারনেল নিজের বোলিং কোটা পূরণ করতে না পারলেও বাংলাদেশকে প্রোটিয়ারা থামিয়ে দিয়েছিল ১৯৪ রানে। আর এই ম্যাচ ৭ উইকেট হাতে রেখেই জয় তুলে নেয় স্বাগতিকরা।
এর ফলে সিরিজে এখন ১-১ সমতা বিরাজ করছে। বুধবার সিরিজ নির্ধারণী তৃতীয় ওয়ানডেতে বাংলাদেশের মুখোমুখি হবে প্রোটিয়ারা।
অর্থসূচক/এএইচআর



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.