রকিবুর রহমানের মৃত্যুতে ডিবিএর শোক

ঢাকা স্টক এক্সচেঞ্জ লিমিটেডের সাবেক প্রেসিডেন্ট ও পরিচালক মো: রকিবুর রহমানের মৃত্যুতে ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন (ডিবিএ) শোক প্রকাশ করেছে। রোববার এক শোকবার্তা ডিবিএ বলেছে, মরহুম জনাব মো: রকিবুর রহমান আমাদের অত্যন্ত ঘনিষ্ট ও শ্রদ্ধাভাজন একজন অভিভাবক ছিলেন। তিনি ১৯৮০ সনে ডিএসইর সদস্য পদ লাভ করেন এবং পরবর্তীতে ১৯৯৭-২০০০, ২০০৯-২০১০ ও ২০১২-২০১৩ মেয়াদে ডিএসইর চেয়ারম্যান ও সভাপতির দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি বিভিন্ন মেয়াদে ডিএসইর পর্ষদ পরিচালকের দায়িত্ব পালন করেন।

ডিবিএর শোক বার্তায় বলা হয়, তিনি শুরু থেকেই ঢাকা স্টক এক্সচেঞ্জের সার্বিক উন্নয়ন ও অগ্রগতিতে সক্রিয় সহযোগিতা ও সর্মন দিয়ে এর সংস্কারসহ প্রাতিষ্ঠানিক ভিত্তি তৈরীতে বিশেষ ভূমিকা পালন করেছেন।

আমরা ডিএসই ব্রোকার্স এসোসিয়েশনের সকল সদস্য, পর্ষদ সদস্য ও অফিস কর্মকর্তাবৃন্দ তার এই মৃত্যুতে গভীরভাবে শোকাহত ও মর্মাহত। আমরা সকলে সর্বশক্তিমান আল্লাহ্ তা’য়ালার কাছে তাঁর বিদেহী আত্মার মাগফেরাত ও শান্তি কামনা করছি। আল্লাহ্ তাঁর প্রতি সদয় হোন এবং তাঁকে জান্নাতবাসী করুন। আমিন।

উল্লেখ, ডিএসই ট্রেকহোল্ডার কোম্পানী মিডওয়ে সিকিউরিটিজ লিমিটেড-এর চেয়ারম্যান মোঃ রকিবুর রহমান গত ১৮ মার্চ,  শুক্রবার বেলা ১২:২৩ মিনিটে ঢাকাস্থ ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না-লিল্লাহি ওয়া-ইন্না ইলাইহি রাজেউন)।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.