৬৫ রানেই ৫ উইকেট নেই বাংলাদেশের

সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে টস জিতেছে বাংলাদেশের অধিনায়ক তামিম ইকবাল। টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন তিনি। ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। ইনিংসের তৃতীয় ওভারেই ফিরে গেছেন তামিম। মাত্র এক রান করে লুঙ্গি এনগিদির বলে কেশভ মহারাজকে ক্যাচ দিয়ে ফিরে গেছেন তিনি।

পরের ওভারেই টাইগার শিবিরে হানা দেন কাগিসো রাবাদা। আগের ম্যাচে বাংলাদেশের জয়ের নায়ক সাকিব আল হাসানকে এদিন রানের খাতাই খুলতে দেননি রাবাদা। ফ্লিক শট খেলতে গিয়ে কাইল ভেরাইনিকে ক্যাচ দিয়ে ফেরেন তিনি।

প্রতিরোধ গড়তে যেয়েও পারেননি লিটন দাস। ইনিংসের অষ্টম ওভারে রাবাদার বাউন্সারে পরাস্ত হন তিনি। উইকেটরক্ষক কুইন্টন ডি কককে ক্যাচ দিয়ে ফেরেন ১৫ রান করে। ব্যাটারদের আসা-যাওয়ার মিছিলে যোগ দেন ইয়াসির আলী চৌধুরী রাব্বিও।

গত ম্যাচে প্রথম ওয়ানডে হাফ সেঞ্চুরি হাঁকানো ইয়াসিরকেও ফেরান রাবাদা। প্রোটিয়া এই পেসারের একটি শর্ট ডেলিভারি উড়িয়ে মারতে গিয়ে ব্যাকওয়ার্ড পয়েন্টে মহারাজকে ক্যাচ দিয়ে ফেরেন তিনি। পরের ওভারে বাংলাদেশ শিবিরে আঘাত হানেন ওয়েইন পারনেল। ৩২ বছর বয়সী এই পেসার ১২ রান করা মুশফিককে লেগ বিফোর উইকেটের ফাঁদে ফেলে বিদায় করেন। ফলে ৩৪ রানে বিদায় নেন বাংলাদেশের পাঁচ ব্যাটার।

 

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.