তামিমের পর ফিরলেন সাকিব

সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে টস জিতেছে বাংলাদেশের অধিনায়ক তামিম ইকবাল। টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন তিনি। ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের।

ইনিংসের তৃতীয় ওভারেই ফিরে গেছেন তামিম। মাত্র এক রান করে লুঙ্গি এনগিদির বলে কেশভ মহারাজকে ক্যাচ দিয়ে ফিরে গেছেন তিনি।

পরের ওভারেই টাইগার শিবিরে হানা দেন কাগিসো রাবাদা। আগের ম্যাচে বাংলাদেশের জয়ের নায়ক সাকিব আল হাসানকে এদিন রানের খাতাই খুলতে দেননি রাবাদা। ফ্লিক শট খেলতে গিয়ে কাইল ভেরাইনিকে ক্যাচ দিয়ে ফেরেন তিনি।

সংক্ষিপ্ত স্কোর-
বাংলাদেশ- ৮/২ (৪ ওভার)
(লিটন ৬*, মুশফিক ০*; এনগিদি ১/৩)

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.