সাবেক রাষ্ট্রপতি এবং অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি সাহাবুদ্দীন আহমদের দ্বিতীয় জানাজা নামাজ অনুষ্ঠিত হয়েছে। রোববার (২০ মার্চ) সকালে জাতীয় ঈদগাহ মাঠে তার জানাজা নামাজ অনুষ্ঠিত হয়।
এর আগে শনিবার তার বেলা ২টায় নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলায় তার নিজ গ্রাম পেময়ীতে প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। পরে সেখান থেকে রেখে তার মরদেহ ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালের মরচুয়ারিতে রাখা হয়। আজ সকালে দ্বিতীয় জানাজা শেষে তাকে বনানী কবরস্থানে দাফনের জন্য নিয়ে যাওয়া হয়।
জানাজায় অংশ নিয়ে প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী বলেন, বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ ছিলেন বাংলাদেশের বিচার অঙ্গনে এক উজ্জ্বল নক্ষত্র। তার মৃত্যু বিচারাঙ্গনে পদচারণাকারী সবার জন্য একটি সুখের দিন। বিচারাঙ্গনের শাহাবুদ্দিন সাহেবের অবদান এই দেশ ও জাতি জানে। তার অগনিত জাজমেন্টের মধ্য দিয়ে বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ আমাদের মাঝে বেঁচে থাকবেন। আমরা সবাই তার জন্য দোয়া করি। যাতে আল্লাহ তাআলা তাকে বেহেস্তে নসিব করেন।
জানাজা শেষে রাষ্ট্রপতির, প্রধানমন্ত্রী, প্রধানবিচারপতির পক্ষে মরহুমের কফিনে শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে আওয়ামী লীগ ও বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়।
বিচারপতি সাহাবুদ্দিন আহমেদ শনিবার (১৯ মার্চ) সকাল ১১টা ৫ মিনিটে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) মারা যান। তিনি বেশ কিছুদিন ধরে বার্ধক্যজনিত বিভিন্ন সমস্যায় ভুগছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯২ বছর। ফেব্রুয়ারি মাসের তৃতীয় সপ্তাহে সাহাবুদ্দীন আহমদকে গুরুতর অসুস্থ অবস্থায় সিএমএইচে ভর্তি করা হয়। গত কয়েক বছর ধরে সাবেক এই রাষ্ট্রপতি বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন।
অর্থসূচক/এএইচআর



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.