নিষ্প্রাণ ড্রয়ের পথে বার্বাডোস টেস্ট

বার্বাডোস টেস্টে অধিনায়ক ক্রেইগ ব্র্যাথওয়েটের দেড় শতাধিক রান ও জার্মেইন ব্ল্যাকউডের সেঞ্চুরিতে নিজেদের প্রথম ইনিংসে ৪১১ রান করেছে ওয়েস্ট ইন্ডিজ। তারপর নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করতে নেমে বিনা উইকেটে ৪০ রান করেছে জো রুটের ইংল্যান্ড। শেষ দিনের আগে সফরকারীদের লিড ১৩৬ রানের।

ব্রিজটাউনে তৃতীয় দিনের মতো চতুর্থ দিনেও ধীরগতিতে ব্যাট চালাচ্ছিল ক্যারিবিয়ানরা। আগের দিনের দুই অপরাজিত ব্যাটার ব্র্যাথওয়েট ও নাইটওয়াচম্যান আলজারি জোসেফ এ দিনের শুরু থেকেই ডট বল খেলে প্রতিপক্ষকে ভুগিয়েছেন। তাদের ৫২ রানের জুটি ভাঙেন বেন স্টোকস। ৭৫ বলে ১৯ রান করা জোসেফকে ফেরান তিনি। এর কিছুক্ষণ পর সাকিব মাহমুদের বলে ফিরে যান জেসন হোল্ডার। তার ব্যাটে আসে ৪১ বলে ১২ রান।

তারপর উইকেটে আসেন উইকেটরক্ষক জসুয়া ডা সিলভা। ধীরলয়ে খেলে ইংলিশ বোলারদের ঘাম ঝরাতে থাকেন তিনি। অপরদিকে দেড়শ রান স্পর্শ করেন ব্র্যাথওয়েট। যদিও ৪৮৯ বলে ১৬০ রান করে জ্যাক লিচের বলে বোল্ড হয়ে যান তিনি। বাকি সময়ে টেলএন্ডারদের সঙ্গে নিয়ে আস্তে আস্তে রান বাড়াতে থাকেন সিলভা। শেষমেশ তিনি ফিরে যান ১১২ বলে ৩৩ রান করে। ইংল্যান্ডের বোলারদের মধ্যে তিন উইকেট নেন জ্যাক লিচ। দুটি করে উইকেট নেন স্টোকস ও সাকিব।

কোনও উইকেট না হারানোয় শেষ দিনে ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংসের সূচনা করবেন ওপেনাররাই। অ্যালেক্স লিস ব্যাটিংয়ে আছেন ১৮ রানে, জ্যাক ক্রাওলি আছেন ২১ রানে।

 

 

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.