ইউক্রেন-রাশিয়া যুদ্ধে ক্ষতিগ্রস্ত বাংলাদেশি জাহাজের জন্য ক্ষতিপূরণ দাবি

ইউক্রেন-রাশিয়া যুদ্ধে রকেট হামলায় ক্ষতিগ্রস্ত জাহাজ বাংলার সমৃদ্ধির জন্য ২ কোটি ২৪ লাখ ডলার ক্ষতিপূরণ দাবি করেছে রাষ্ট্রীয় মালিকানাধীন সংস্থা বাংলাদেশ শিপিং করপোরেশন (বিএসসি)। দেশী-বিদেশী দুটি বীমা সংস্থার কাছে এ ক্ষতিপূরণ দাবি করা হয়েছে। সংবাদ সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে।

গত ২ মার্চ রাতে ইউক্রেনের অলভিয়া বন্দরে নোঙর করা বাংলাদেশি কার্গো জাহাজটিতে একটি মিসাইল হামলা হয়। এতে জাহাজের এক নাবিকের মৃত্যু হয় এবং জাহাজটিতে আগুন ধরে যায়।

রয়টার্সের খবরে বলা হয়, জাহাজটির বীমা করা ছিল ঢাকাভিত্তিক সাধারণ বীমা করপোরেশনে ও পুনর্বীমা করা ছিল লন্ডনভিত্তিক টাইজারসের কাছে। এ দুটি প্রতিষ্ঠানের কাছেই বীমা দাবি করা হয়েছে। ইউক্রেন যুদ্ধের মধ্যে এটিই প্রথম এত বড় অংকের কোনো ক্ষতিপূরণের দাবি।

বীমার নিয়ম অনুযায়ী, ক্ষতিপূরণের ১০ শতাংশ দেবে সাধারণ বীমা করপোরেশন ও বাকি ৯০ শতাংশ পূরণ করবে টাইজারস।

জাতিসংঘ গত সপ্তাহে জানিয়েছে, কৃষ্ণ সাগর ও আজোভ সাগরে আটকে থাকা বাণিজ্য জাহাজ এবং ক্রুদের নিরাপদে সরিয়ে আনতে একটি সামুদ্রিক করিডর তৈরি করা হচ্ছে। যদিও সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, এ কাজ খুব ধীর গতিতে চলছে।

এর আগে, গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনের অলভিয়া বন্দরে পৌঁছায় এমভি বাংলার সমৃদ্ধি। একই দিনে দেশটিতে রুশ হামলা শুরু হয়। ফলে অলভিয়া বন্দরের সব কার্যক্রম বন্ধ হয়ে যায়। এতে আটকা পড়ে বাংলাদেশি জাহাজটি।

এদিকে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এই অঞ্চলে ভ্রমণের জন্য বীমা প্রিমিয়াম ১০০ শতাংশের বেশি বেড়েছে। বীমাকারীরা মনে করছেন এই অঞ্চল থেকে আরো ক্ষতিপূরণের দাবি উঠবে যা সংস্থাগুলোর খরচ বাড়িয়ে দেবে।

অর্থসূচক/আরএমএস/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.