মোহামেডানকে জেতালেন সৌম্য-অপু

শুরুতে নাজমুল ইসলাম অপুর চারটি এবং মোহাম্মদ হাফিজ তিন উইকেটে খেলাঘর সমাজ কল্যাণ সমিতিকে মাত্র ১৪৮ রানে আটকে দেয় মোহামেডান স্পোর্টিং ক্লাব। এরপর ম্যাচ জেতাতে ব্যাট হাতে বাকি কাজটা সারেন সৌম্য সরকার। বাঁহাতি এই ব্যাটারের হাফ সেঞ্চুরিতে ৫ উইকেটের জয় পেয়েছে মোহামেডান।

জয়ের জন্য ১৪৯ রানের সহজ লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ভালো করতে পারেনি মোহামেডান। ইনিংসের পঞ্চম ওভারে সাজঘরে ফেরেন ওপেনার রনি তালুকদার। মোহাম্মদ হোসাইন আলীর বলে তারই হাতে ক্যাচ দিয়ে ৪ রানে আউট হয়েছেন ডানহাতি এই ব্যাটার। পরের বলে হাফিজকেও ফেরান হোসাইন। প্রথম ম্যাচের পর দ্বিতীয় ম্যাচেও ব্যর্থ পাকিস্তানের সাবেক এই অলরাউন্ডার। চারে নেমে অবশ্য ওপেনার পারভেজ হোসেন ইমনের সঙ্গে জুটি গড়ার চেষ্টা করেন সৌম্য। তবে ৩৬ রান করা ইমন পারলে বড় হয়নি তাদের দুজনের জুটি।

মাসুম খান টুটুলের বলে তারই হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন পাঁচটি চার এবং একটি ছক্কায় ৪০ বলে ৩৬ রান করা ইমন। এরপর অবশ্য আরিফুল ইসলামের সঙ্গে ৭২ রানের জুটি গড়েন সৌম্য। ৩০ রান করা আরিফুল ফিরলে ভাঙে তাদের এই জুটি। অধিনায়ক শুভাগত হোম ১৬ রানে আউট হয়ে ফিরলেও ৫৯ রানে অপরাজিত থেকে এবারের আসরে মোহামেডানের প্রথম জয় নিশ্চিত করেন সৌম্য। খেলাঘরের হয়ে দুটি করে উইকেট নিয়েছেন টুটুল ও হোসাইন।

এর আগে ব্যাটিং করতে নেমে অপু এবং হাফিজের বোলিং তোপে মাত্র ১৪৮ রানে গুটিয়ে যায় খেলাঘর। দলের হয়ে সর্বোচ্চ ৩৩ রান করেছেন অধিনায়ক নাদিফ চৌধুরি। এ ছাড়া ইফতেখার সাজ্জাদ ২৪ এবং অমিত হাসান ২১ রান করেছেন।

 

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.