বাংলাদেশ বিজ্ঞান একাডেমী ও ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিঃ আয়োজিত ১২তম জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড ২০২২ এর পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
শুক্রবার (১৮ মার্চ) ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী, স্থপতি ইয়াফেস ওসমান এবং বিশেষ অতিথি হিসেবে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক এর পক্ষে ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও বনানী শাখার ব্যবস্থাপক মো. তহুরুল হক উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইমেরিটাস প্র্রফেসর ড. এ. কে. আজাদ চৌধুরী।
এ ছাড়াও জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড’র সমন্বয়ক অধ্যাপক ড. মেসবাহউদ্দিন আহমেদ, সেক্রেটারী অধ্যাপক ড. হাসিনা খান, বাংলাদেশ বিজ্ঞান একাডেমীর ফেলোবৃন্দ, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, সারা দেশের বিভাগীয় বিজ্ঞান অলিম্পিয়াডের সমন্বয়কারীগণ এবং উক্ত অনুষ্ঠানের মিডিয়া পার্টনার প্রতিষ্ঠানের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
অর্থসূচক/আরএমএস



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.