বার্বাডোস টেস্টের তৃতীয় দিনের সমস্ত আলো কেড়ে নিলেন ক্রেইগ ব্র্যাথওয়েট ও জার্মেইন ব্ল্যাকউড। এই দুই ব্যাটারের সেঞ্চুরিতে ইংল্যান্ডের করা ৫০৭ রানের জবাব ভালোভাবেই দিচ্ছে ওয়েস্ট ইন্ডিজ।
তৃতীয় দিন শেষে ক্যারিবিয়ানরা করেছে চার উইকেটে ২৮৮ রান। এখনও অবশ্য ২১৯ রানে পিছিয়ে আছে তারা। অধিনায়ক ব্র্যাথওয়েট ১০৯ এবং নাইটওয়াচম্যান হিসেবে নামা আলজারি জোসেফ ৪ রান নিয়ে চতুর্থ দিন শুরু করবেন।
তৃতীয় দিনের শুরুর ভাগেই বিদায় নেন শামারহ ব্রুকস। ৩৯ রান করে জ্যাক লিচের বলে পয়েন্টে দাঁড়ানো ক্রিস ওকসকে ক্যাচ দিয়ে ফেরেন তিনি। আগের টেস্টের নায়ক এনক্রুমাহ বোনার এদিন বিশেষ কিছু করতে পারেননি। ৩৩ বলে ৯ রান করে বেন স্টোকসের বলে লেগ বিফোর উইকেটের শিকার হয়ে ফিরে যান তিনি। দিনের বাকি গল্পটি শুধুই ব্র্যাথওয়েট ও ব্ল্যাকউডের। দেখেশুনে খেলে দুজনেই তুলে নেন সেঞ্চুরি।
ডানহাতি ব্যাটার ব্ল্যাকউডের এটা তৃতীয় টেস্ট সেঞ্চুরি। অপরদিকে আরেক ডানহাতি ব্র্যাথওয়েটের এটা দশম টেস্ট সেঞ্চুরি। দুজনে মিলে ১৮৩ রানের জুটি গড়েন। ব্ল্যাকউডকে লেগ বিফোর উইকেটে ফিরিয়ে এই জুটি ভাঙেন ড্যান লরেন্স। তার ২১৫ বলে খেলা ১০২ রানের ইনিংসে ছিল ১১টি চারের মার। তৃতীয় দিন পর্যন্ত ৩৩৭ বল খেলা ব্র্যাথওয়েট চার মেরেছেন ১২টি।
অর্থসূচক/এএইচআর



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.