সেঞ্চুরিয়নে দক্ষিণ আফ্রিকাকে ৩১৫ রানের বড় লক্ষ্য ছুঁড়ে দেওয়ার পেছনে উল্লেখযোগ্য অবদান রেখেছেন ইয়াসির আলী রাব্বি। ম্যাচ শেষে ক্যারিয়ারের প্রথম হাফ সেঞ্চুরি হাঁকানো ইয়াসির জানান, তার এমন ইনিংসে অবদান আছে সাকিব আল হাসান ও এবি ডি ভিলিয়ার্সের।
ম্যাচের এক দিন আগে ১৭ মার্চ বাংলাদেশের টিম হোটেলে আসেন দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি ব্যাটার ডি ভিলিয়ার্স। দক্ষিণ আফ্রিকার উইকেট সম্পর্কে বাংলাদেশের ব্যাটারদের উপযুক্ত ধারণা দেন তিনি, যা কাজে লাগান ইয়াসির। এছাড়া উইকেটে নামার পর ইয়াসিরের সঙ্গী সাকিবও তাকে উইকেট সম্পর্কে ধারণা দেন। দুই সেরা ক্রিকেটারের পরামর্শে ব্যাটে রান পান ইয়াসির। ৪৪ বলে চারটি চার ও দুটি ছক্কায় ৫০ রান করেন তিনি।
ম্যাচ শেষে ইয়াসির বলেন, ‘সাকিব ভাইকে যখন উইকেট নিয়ে জিগ্যেস করলাম, তিনি আমাকে সরাসরি বললেন, এটা বেশ ভালো উইকেট। তিনি বললেন, পাঁচ বল খেললেই উইকেট বুঝে যাবে। তারপর বড় শর্ট খেলতে পারবে। এবি ডি ভিলিয়ার্সও আগের দিন আমাদের হোটেলে এসেছিলেন। তিনি কিছু কথা বলেছিলেন যেটা আমার খুবই কাজে লেগেছে। আফগানিস্তান সিরিজে আমি ভালো করতে পারিনি। আজকের (গতকাল) পারফরম্যান্স আমার আত্মবিশ্বাস বাড়িয়ে দেবে।’
দক্ষিণ আফ্রিকা বধে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে সাকিব ও ইয়াসিরের ১১৫ রানের ঐতিহাসিক জুটি। ম্যাচ সেরা নির্বাচিত হওয়া সাকিব করেন ৬৪ বলে সাতটি চার ও তিনটি ছক্কায় ৭৭ রান।
অর্থসূচক/এএইচআর



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.