বিশ্বে করোনায় শনাক্ত ও মৃত্যু কমেছে

সারা বিশ্বে গত ২৪ ঘণ্টায় নভেল করোনা ভাইরাসে নতুন করে শনাক্ত হয়েছে ১৯ লাখ ৫২ হাজার ৪৫৫ জন, মারা গেছে পাঁচ হাজার ৯২৮ জন। এ সময়ে সুস্থতা ফিরে পেয়েছে ১৪ লাখ ১৯ হাজার ৭৬২ জন।

শনিবার (১৯ মার্চ) সকাল সোয়া ৮টায় বিশ্বজুড়ে করোনাভাইরাস শনাক্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারর্স থেকে এ তথ্য জানা যায়।

এদিকে দৈনিক সংক্রমণে গত এক দিনে বিশ্বে শীর্ষে ছিল দক্ষিণ কোরিয়া। দেশটিতে করোনা শনাক্ত হয়েছে ৪ লাখ ৭ হাজার ১৭ জনের এবং কোভিডে আক্রান্ত হয়ে মারা গেছেন ৩০১ জন। একইদিন করোনায় সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে- ৭২১ জন। আর শনাক্ত হয়েছেন ৩২ হাজার ২৩৬ জন।

বিশ্বে বর্তমানে সক্রিয় করোনা রোগীর সংখ্যা মোট ৬ কোটি ২৫ লাখ ৯৩ হাজার ৯৬৬ জন। এই রোগীদের মধ্যে করোনার মৃদু উপসর্গ বহন করছেন ৬ কোটি ২৫ লাখ ৩১ হাজার ২১১ জন এবং গুরুতর অসুস্থ অবস্থায় আছেন ৬২ হাজার ৭৫৫ জন।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.