ডিএসইর সাবেক প্রেসিডেন্ট রকিবুর রহমান আর নেই

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাবেক প্রেসিডেন্ট ও বর্তমান পরিচালক মোঃ রকিবুর রহমান আর নেই। আজ শুক্রবার (১৮ মার্চ) বেলা সাড়ে ১২টায় রাজধানীর ইউনাইটেড হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না-ইলাইহি রাজিউন।

তিনি স্ত্রী ও দুই ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

রকিবুর রহমান দীর্ঘদিন ধরে ক্যান্সারে ভুগছিলেন। সিঙ্গাপুরে নিয়মিত চিকিৎসা নিচ্ছিলেন তিনি। কিছুদিন আগে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়ে দেন, উনার রিকোভারির আর সম্ভাবনা নেই। এরপর তাকে দেশে নিয়ে এসে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়।

মিডওয়ে সিকিউরিটিজ লিমিটেডের চেয়ারম্যান রকিবুর রহমান ১৯৯৭-২০০০ ও ২০০৯-২০১০  মেয়াদে ডিএসইর প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন।

মরহুমের পারিবারিক সূত্রে জানা গেছে, আজ বাদ এশা গুলশান আজাদ মসজিদে জানাজা শেষে তাকে বনানী কবরস্থানে সমাহিত করা হবে বলে জানা গেছে।

 

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.