রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে দুই নারী মারা গেছেন। তারা দুজনই রাজশাহী জেলার বাসিন্দা। বৃহস্পতিবার (১৭ মার্চ) সকাল ৯টা থেকে শুক্রবার (১৮ মার্চ) সকাল ৯টার মধ্যে তারা মারা যান। করোনা নেগেটিভ এই দুই নারী হাসপাতালের আইসিইউতে ভর্তি ছিলেন।
রামেক হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালে করোনা সংক্রমণ নিয়ে কোনো রোগী মারা যাননি। তবে করোনা নেগেটিভ সত্ত্বেও অন্যান্য শারীরিক জটিলতা নিয়ে আইসিইউতে দুই নারীর মৃত্যু হয়েছে। এদের একজনের বয়স ৬১ বছরের ওপরে। অন্যজনের বয়স ৩১-৪০ বছরের মধ্যে।
এদিকে ৩৪ শয্যার রামেক করোনা ইউনিটে বৃহস্পতিবার সকাল ৯টা পর্যন্ত রোগী ভর্তি ছিলেন ১০ জন। এক দিন আগেও এই সংখ্যা ছিল ১২ জন।
বর্তমানে রাজশাহীর ২ জন, চাঁপাইনবাবগঞ্জের একজন, নওগাঁর একজন, নাটোরের ৩ জন, পাবনার একজন, মেহেরপুরের একজন এবং জয়পুরহাটের একজন রোগী হাসপাতালে ভর্তি রয়েছেন।
এদিকে গত বৃহস্পতিবার রাজশাহী মেডিকেল কলেজ আরটিপিসিআর ল্যাবে রাজশাহী জেলার ৫১ জনের নমুনা পরীক্ষায় একজনের করোনা ধরা পড়েছে। পরীক্ষার অনুপাতে করোনা শনাক্তের হার ১ দশমিক ৯৬ শতাংশ।
অর্থসূচক/এমএস



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.