মারিউপোলের ‘অবরুদ্ধ বাসিন্দাদের’ উপর রুশ বোমা হামলা

ইউক্রেনের মারিউপোলে এক থিয়েটারে অবরুদ্ধ থাকা বেসামরিকদের উপর বোমা হামলা চালিয়েছে রাশিয়া। এ ঘটনায় হতাহতের সংখ্যা এখনো জানা যায়নি। তবে এতে ১ হাজার থেকে ১২শ মানুষ নিরাপদ আশ্রয় চেয়েছ বলে বিবিসিকে জানান স্থানীয় প্রশাসক সের্গেই অরলভ।

মারিউপোলের সিটি কাউন্সিলর এক বিবৃতিতে বলেছে, রাশিয়ান বাহিনী ইচ্ছাকৃতভাবে থিয়েটারটি ধ্বংস করেছে। তারা জানত যে, সেখানে শান্তিপূর্ণভাবে মারিউপোলের বাসিন্দারা গোপনে অবস্থান করছে। এদিকে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে মারিউপোলে অন্তত ২ হাজার ৪০০ জন নিহত হয়েছে উল্লেখ করে তিনি দাবি করেন, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে, যেহেতু তাদের অনেককেই গণকবরে দাফন করা হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়েছে, হামলার মাত্রা এখনও পরিষ্কার নয়, কারণ শহরটিতে গোলাবর্ষণ অব্যাহত রয়েছে। সিটি কাউন্সিল কর্তৃক প্রকাশিত এবং বিবিসি দ্বারা যাচাইকৃত একটি ছবিতে দেখা যাচ্ছে যে, ভবনটি থেকে ধোঁয়া উঠছে এবং ভবনটির সম্মুখভাগ সম্পূর্ণভাবে হেলে পড়েছে।

এদিকে মারিউপোলে রাশিয়ার এমন হামলাকে ‘ভয়ঙ্কর যুদ্ধাপরাধ’ আখ্যা দিয়েছেন ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রো কুলেবা।

বিবিসিকে বলা হয়েছিল যে অনেক শিশু এবং বৃদ্ধ লোক থিয়েটার ভবনে আশ্রয় নিয়েছে এবং পরিস্থিতি দ্রুত অবনতি হচ্ছে। এছাড়া মার্কিন কোম্পানী ম্যাক্সার ১৪ মার্চ তোলা এক স্যাটেলাইট ছবি প্রকাশ করেছে। তারা বলেছিল যে, বিল্ডিংয়ের বাইরে ফুটপাতে রাশিয়ান ভাষায় ‘শিশু’ শব্দটি লেখা ছিল। এরপরেও রাশিয়া সেখানে হামলা চালায়।

ধারণা করা হচ্ছে, রাশিয়ান সেনারা মানবিক সাহায্য সংস্থাদের প্রবেশ করতে না দেওয়ায় প্রায় ৩ লাখ ইউক্রেনিয়ান শহরটি অবরুদ্ধ হয়ে আছে। বাসিন্দারা পানি, বিদ্যুৎ ও গ্যাস সংযোগ পাচ্ছে না। এ ছাড়া তাদের খাবারও ফুরিয়ে আসছে।

এর আগেও রাশিয়া মারিউপোলে এক প্রসূতি হাসপাতাল, খ্রিষ্টানদের প্রার্থনালয় এবং শিশুস্কুলে বিমান হামলা চালিয়েছিল।

অর্থসূচক/এইচডিএন/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.