নতুন কমিশন (ইসি) সুষ্ঠু নির্বাচন করতে পারবে না বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বুধবার (১৬ মার্চ) দুপুরে মানিকগঞ্জের ঘিওর উপজেলার পাচুরিয়া গ্রামে বিএনপির সাবেক মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনের মৃত্যুবার্ষিকী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগ সরকারের অধীনে কোনো কমিশনই সুষ্ঠু নির্বাচন করতে পারবে না। তাই আমাদের দাবি একটা নিরপেক্ষ নির্বাচন কমিশনের কাছে নির্বাচন পরিচালনার দায়িত্ব দিয়ে জবাবদিহিমূলক পার্লামেন্ট গঠন করতে হবে।
এ সময় বিএনপি ও এর অঙ্গ সংগঠনের বেশ কয়েকজন কেন্দ্রীয় এবং স্থানীয় পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।
এর আগে মির্জা ফখরুল দলের পক্ষ থেকে খোন্দকার দেলোয়ারের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। তার আত্মার মাগফেরাত কামনা করেন।
অর্থসূচক/এমএস



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.