সাউথইস্ট ব্যাংকে ই-কনফারেন্স অনুষ্ঠিত

বাংলাদেশ ফাইন্যন্সিয়াল ইন্টিলিজেন্স ইউনিট (বিএফআইইউ) এর সহযোগিতায়, বৈশ্বিক মানি লন্ডারিং প্রতিরোধের অংশ হিসেবে সাউথইস্ট ব্যাংক ট্রেনিং ইন্সটিটিউট ট্রেড বেজড মানি লন্ডারিং প্রতিরোধ বিষয়ক ভার্চুয়াল ই-কনফারেন্সের আয়োজন করে।

সাউথইস্ট ব্যাংকের ১৩৫ টি শাখা, ২ টি অফশোর ব্যাংকিং ইউনিট ও প্রধান কার্যালয়ের সেন্ট্রাল ট্রেড সার্ভিস ডিপার্টমেন্টের সকল কর্মকর্তা সহ সর্বমোট ১৮০ জন কর্মকর্তা ই-কনফারেন্সে অংশগ্রহন করেন। সাউথইস্ট ব্যংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এম. কামাল হোসেন ই-কনফারেন্সের উদ্বোধন করেন।

প্রশিক্ষন এবং আলোচনা সেশন পরিচালনা করেন বাংলাদেশ ফাইন্যন্সিয়াল ইন্টিলিজেন্স ইউনিট (বিএফআইইউ) এর জেনারেল ম্যানেজার মো.শওকতুল আলম এবং বিএফআইইউ এর ডেপুটি জেনারেল ম্যানেজার কামাল হোসেন ।

এছাড়াও সাউথইস্ট ব্যাংকের প্রধান মানি লন্ডারিং প্রতিরোধ পরিপালন কর্মকর্তা, উপ-প্রধান মানি লন্ডারিং প্রতিরোধ পরিপালন কর্মকর্তা এবং এন্টি মানিলন্ডারিং এন্ড কম্ব্যাটিং ফাইন্যান্সিং অব টেরোরিজম ডিভিশনের সকল কর্মকর্তা এই কনফারেন্সে অংশগ্রহন করেন। বিএফআইইউ এবং সাউথইস্ট ব্যাংকের সকল কর্মকর্তার অংশগ্রহনের মাধ্যমে কনফারেন্সটি অনুষ্ঠিত হয়।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.