৩ দিনে শেষ বেঙ্গালুরু টেস্ট, হোয়াইটওয়াশ লঙ্কানরা

মোহালি টেস্ট জিতে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়েছিল ভারত। এবার বেঙ্গালুরুতে ২৩৮ রানের ব্যবধানে জিতেছে রোহিত শর্মার দল। আর তাতেই দুই ম্যাচের এই টেস্ট সিরিজে লঙ্কানদের হোয়াইটওয়াশ করেছে ভারত। দুই ইনিংসেই দুর্দান্ত ব্যাটিং করে ম্যাচ সেরা হয়েছেন তরুণ শ্রেয়াস আইয়ার।

টেস্টের দ্বিতীয় দিনেই জয়ের পাল্লা খানিকটা হেলে গিয়েছিল ভারতের দিকে। পুরো সফরে ব্যাটিং ব্যর্থতায় ভুগতে থাকা শ্রীলঙ্কা বেঙ্গালুরু টেস্টেও চিত্র বদলাতে পারেনি। তবে লঙ্কান স্পিনারদের দাপটে ভারতকে দ্বিতীয় ইনিংসে ৩০৩ রানে আটকে দেয় তারা। এর ফলে তাদের সামনে ৪৪৭ রানের লক্ষ্য ছিল।

লক্ষ্য তাড়ায় দ্বিতীয় দিনের শেষ বিকেলে ব্যাটিংয়ে নামে শ্রীলঙ্কা। বড় লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই উইকেট হারায় লঙ্কানরা। ইনিংসের তৃতীয় বলেই লাহিরু থিরিমান্নেকে ফেরান প্রথম ইনিংসে ৫ উইকেট নেয়া বুমরাহ। রানের খাতা খোলার আগেই ডানহাতি এই পেসারের বলে লেগ বিফোর উইকেটের ফাঁদে পড়ে আউট হয়েছেন থিরিমান্নে।

শেষ বিকেলে আর কোনো উইকেট হারাতে দেননি দিমুথ করুনারত্নে এবং কুশল মেন্ডিস। এর ফলে দ্বিতীয় দিন শেষে শ্রীলঙ্কার সংগ্রহ ১ উইকেটে ২৮ রান। দিমুথ করুনারত্নে ১০ এবং কুশল মেন্ডিস অপরাজিত ছিলেন ১৬ রানে। ম্যাচ জিততে শেষ তিনদিনে সফরকারীদের চাই ৪১৯ রান। হাতে কেবলই ৯ উইকেট।

এমন সমীকরণ নিয়ে তৃতীয় দিনে ব্যাটিংয়ে নামে শ্রীলঙ্কা। দিনের শুরুটা ভালোই করেছিলেন। আগের দিনের দুই অপরাজিত ব্যাটার। তবে মেন্ডিস ফিরে গেছেন ৫৪ রান করে। মেন্ডিস হাফসেঞ্চুরি করে ফিরলেও এক প্রান্ত আগলে রেখে এদিন দারুণ ব্যাটিং করেছেন করুনারত্মে। যদিও অপর প্রান্তের ব্যাটাররা ছিলেন যাওয়া-আসার মধ্যে। লঙ্কান অধিনায়ক শেষ পর্যন্ত সেঞ্চুরি তুলে নিয়েছেন। সাজঘরে ফেরার আগে তার ব্যাট থেকে এসেছে ১০৭ রান। ভারতের হয়ে দুই ইনিংস মিলিয়ে ৮ উইকেট শিকার করেছেন বুমরাহ।

 

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.