ইউক্রেন সংঘাত: সহযোগিতার পথে চলবে তুরস্ক ও গ্রিস

ইউক্রেন-সংঘাতের পরিপ্রেক্ষিতে নিজেদের মধ্যে সহযোগিতা বাড়াবার কথা বললো তুরস্ক ও গ্রিস। বেশ কিছুদিন ধরে এই দুই দেশ কখনো সমুদ্র থেকে তেল ও গ্যাস তোলা নিয়ে, কখনো অন্য কোনো বিষয়ে বিরোধে জড়িয়েছে। কিন্তু ইউক্রেন সংকটের পর তুরস্ক ও গ্রিস নিজেদের মধ্যে সহযোগিতা বাড়াবার কথা বললো।

তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান এবং গ্রিসের প্রধানমন্ত্রী কিরিয়াকোস মিতসোতাকিস ইস্তানবুলে দুই ঘণ্টা ধরে বৈঠক করেন। সেখানেই তারা দুই দেশের মধ্যে সম্পর্ক উন্নতি করার বিষয়ে মতৈক্যে পৌঁছেছেন।

তুরস্কের প্রেসিডেন্ট অফিস থেকে জারি করা একটি বিবৃতিতে জানানো হয়েছে, এই বৈঠকে দুই দেশ নিজেদের মধ্যে সহযোগিতা বাড়ানোর সুফল নিয়ে আলোচনা করেছে। ইউরোপের নিরাপত্তা ব্যবস্থার পরিপ্রেক্ষিতে এই আলোচনা হয়েছে।

গ্রিসের প্রধানমন্ত্রী বৈঠকের পর সাংবাদিকদের বলেছেন, ‘আমরা এখন বহু চ্যালে়ঞ্জের মুখোমুখি হয়েছি। এখন সবচেয়ে আগে দরকার নিজেদের ঐক্যের উপর জোর দেয়া। যে বিষয়গুলো বিভেদ সৃষ্টি করে, তা এড়িয়ে যাওয়া। আমরা একটা ইতিবাচক কর্মসূচি নিয়ে এগোবার উপর জোর দিয়েছি।’

মূলত জলসীমা ও তেল-গ্যাস নিয়েই দুই দেশের মধ্যে বিরোধ। এছাড়া অভিবাসনপ্রত্যাশীদের বিষয় নিয়ে, সাইপ্রাসকে দুইভাবে ভাগ করার মতো বিষয় নিয়েও দুই দেশের বিরোধ আছে। সূত্র: ডিডাব্লিউ

 

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.