ব্লক মার্কেটে এনভয়ের বড় লেনদেন

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সোমবার ব্লক মার্কেটে মোট ২৪টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর মোট ২ কোটি ২১ লাখ ৮৩ হাজার ২২৯টি শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ১০৩ কোটি ১ লাখ টাকা।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ব্লক মার্কেটে সবচেয়ে বেশি টাকার লেনদেন হয়েছে এনভয় টেক্সটাইল মিলস লিমিটেডের শেয়ার। কোম্পানিটি ৮৮ কোটি ৭৯ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।

সোনালী পেপার ৯ কোটি ৬৭ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে।

বিডিকম অনলাইনের ৭৮ লাখ টাকার শেয়ার বিক্রি করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।

ব্লক মার্কেটে লেনদেন করা অন্য কোম্পানিগুলো হচ্ছে- ব্রিটিশ আমেরিকান টোব্যাকো, বেক্সিমকো, বসুন্ধরা পেপার মিলস, সেন্ট্রাল ইন্স্যুরেন্স, ড্রাগন সোয়েটার অ্যান্ড স্পিনিং, ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স, ফারইস্ট নিটিং, ফরচুন সুজ, জিএসপি ফিন্যান্স, কেয়া কসমেটিক্স, মোজাফফর হোসেন স্পিনিং, ন্যাশনাল পলিমার, ওরিয়ন ফার্মা, প্রভাতি ইন্স্যুরেন্স,কাশেম ইন্ডাস্ট্রিজ,রহিমা ফুড, সাভার রিফ্যাক্ট্ররিজ, সোনালী পেপার, স্কয়ার ফার্মা, ইউনিয়ন ব্যাংক, ভিএফএস থ্রেড ডাইং ও ইয়াকিন পলিমার লিমিটেড।

অর্থসূচক/এসএ/

 

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.