পুঁজিবাজার সাংবাদিকদের সংগঠন ক্যাপিটাল মার্কেট জার্নালিষ্টস ফোরাম (সিএমজেএফ) এর সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও প্রথম আলোর বিজনেস এডিটর সুজয় মহাজনের বাবা বাংলাদেশ রেলওয়ের সাবেক কর্মকর্তা ঝুন্টু পদ মহাজন পরলোক গমন করেছেন।
আজ সোমবার (১৪ মার্চ) দুপুর একটায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
তিনি বেশ কিছুদিন ধরে শ্বাসকষ্ট, কিডনি জটিলতাসহ নানা রোগে ভুগছিলেন।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল প্রায় ৭৫ বছর। তিনি ১৯৪৭ সালের নভেম্বরে চট্টগ্রামের রাউজান থানাধীন বিনাজুরী ইউনিয়নের নতুন মহাজন বাড়ীতে জন্মগ্রহণ করেন।
তিনি প্রথম আলোর বাণিজ্য সম্পাদক সুজয় মহাজন ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের শিক্ষক সুবীর মহাজনের পিতা।
প্রয়াত ঝুন্টু পদ মহাজনের শেষকৃত্য অনুষ্ঠান আজ রাতে বিনাজুরীতে তার গ্রামের বাড়িতে অনুষ্ঠিত হবে।
ক্যাপিটাল মার্কেট জার্নালিস্ট ফোরামের (সিএমজেএফ) সভাপতি জিয়াউর রহমান এবং সাধারণ সম্পাদক আবু আলী এক শোকবার্তায় প্রয়াত ঝুন্টু পদ মহাজনের আত্মার শান্তি কামনা করেছেন।
অর্থসূচক/এমআর



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.