দেশীয় সিরামিক (টেবিলওয়্যার, টাইলস ও স্যানিটারি ওয়্যার) শিল্পে ব্যবহৃত জ্বালানি গ্যাসের দাম না বাড়াতে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) প্রতি আহ্বান জানায় বাংলাদেশ সিরামিক ম্যানুফ্যাকচারার্স এন্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিসিএমইএ)।
সোমবার (১৪ মার্চ) রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ আহ্বান জানান সংগঠনের নেতারা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ সিরামিক ম্যানুফ্যাকচারার্স এন্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি সিরাজুল ইসলাম মোল্লা। এসময় আরও উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক ইরফান উদ্দিন, পরিচালক আব্দুল হাকিম সুমন, সিনিয়ার ভাইস প্রেসিডেন্ট মাইনুল ইসলাম, উপদেষ্ঠা কুতুব উদ্দিন আহমেদ।
সিরাজুল ইসলাম বলেন, অনেক প্রতিকূলতা পেরিয়ে উদ্যোক্তাদের চেষ্টায় রফতানি এবং আমদানি-বিকল্প পণ্য হিসেবে দেশে এরই মধ্যে ৭০টি সিরামিক (টেবিলওয়্যার, টাইলস ও স্যানিটারি ওয়্যার) শিল্প-কারখানা প্রতিষ্ঠিত হয়েছে। এই শিল্পে দেশি-বিদেশি মোট বিনিয়োগের পরিমাণ প্রায় ১৩ হাজার ৫০০ কোটি টাকা, গ্যাস নির্ভর এই শিল্পে ক্রামাগত গ্যাসের মূল্য বৃদ্ধি হওয়ায় বিপাকে রয়েছে উদ্যোক্তারা।
তিনি বলেন, বিগত ১০ বছরে শিল্পখাতে প্রায় ১০০ শতাংশ গ্যাসের মূল্য বৃদ্ধি পেয়েছে। গ্যাসের মূল্য বৃদ্ধির কারণে তৈরি পণ্যের মূল্য বৃদ্ধি পায় কিন্তু বিদেশি পণ্যের মূল্যপ্রতিযোগীতার কারণে দেশীয় পণ্যের দাম বৃদ্ধি করা যায় না। সিরামিক শিল্পে গ্যাসের সর্বনিম্ন প্রেসার ১৫ পিএসআই প্রয়োজন সেখানে অনেক সময় ৫ পিএসআই এর নিচে প্রেসার নেমে আসে। এতে করে পণ্যের মান নষ্ট হয়ে যায়, কিন্তু আমাদের পূর্ণ প্রেসারের বিল পরিশোধ করতে হয়।
সরকারের ভিশন ২০৪১ বাস্তবায়নে অংশীদার হিসাবে জাতীয় অর্থনৈতিক অগ্রগতির লক্ষ্য অর্জনে গ্যাসর্নিভর সিরামিক শিল্পে গ্যাসের মূল্য বৃদ্ধি না করতে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনকে আহবান জানান তিনি।
বিসিএমইএ’র সাধারণ সম্পাদক ইরফান উদ্দিন বলেন, গত চার বছরে তিতাস গ্যাস কোম্পানি ১৫’শ কোটি টাকার অধিক মুনফা করেছে। এরপরেও লোকসানের দাবি করে আবারও গ্যাসের দাম বাড়ানোর প্রস্তাব যুক্তি সংগত বলে মনে করি না। অতীতে দাম বৃদ্ধির সময় তিতাস কর্তৃপক্ষ প্রতিশ্রুতি প্রদান করে বলেছিল চাহিদামাফিক উপযুক্ত মাত্রায় উন্নতমানের গ্যাস সরবরাহ করা হবে, কিন্তু বাস্তবে তিতাস কর্তৃপক্ষ প্রয়োজনীয় গ্যাসের প্রেসার ও মান উন্নয়নের সক্ষমতা অর্জন করতে পারে নি।
অর্থসূচক/আরএমএস/এমএস



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.