আগামী ১৫ মার্চ থেকে পর্দা উঠছে ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) এবারের আসরের। ১১ দলের এই টুর্নামেন্টের প্রথম দুই রাউন্ডের সূচি প্রকাশ করেছে ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিসের (সিসিডিএম)।
যেখানে প্রথমদিন তিন ভেন্যুতে মাঠে নামছে ছয় দল। ১৫ মার্চ মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে খেলবে বর্তমান চ্যাম্পিয়ন আবাহনী লিমিটেড এবং প্রথম বিভাগ থেকে উঠে আসা রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাব।
একই বাংলাদেশের ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের (বিকেএসপি) ৩ ও ৪ নম্বর ভেন্যুতে খেলবে আরও চার দল। যেখানে বিকেএসপির তিন নম্বর মাঠে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের বিপক্ষে খেলবে সিটি ক্লাব। আর চার নম্বর মাঠে গাজী গ্রুপ ক্রিকেটার্সের প্রতিপক্ষ মাশরাফি বিন মুর্তজার লিজেন্ডস অব রূপগঞ্জ।
১৬ মার্চ বিকেএসপির তিন নম্বর মাঠে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের বিপক্ষে খেলবে খেলাঘর সমাজ কল্যাণ সমিতি। একই দিন মিরপুরে মোহামেডান স্পোর্টিং ক্লাবের প্রতিপক্ষ শাইনপুকুর ক্রিকেট ক্লাব। একদিন বিরতি দিয়ে ১৮ মার্চ থেকে দ্বিতীয় রাউন্ডের খেলা।
অর্থসূচক/এএইচআর



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.