এ কে খান সিকিউরিটিজের সিইও হলেন মোহাম্মদ মনিরুজ্জামান মিয়া

এ কে খান সিকিউরিটিজ লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা বা চীফ এক্সিকিউটিভ অফিসার (সিইও) হিসেবে নিয়োগপ্রাপ্ত হয়েছেন ঢাকা স্টক এক্সচেঞ্জ এর সাবেক উপ-মহাব্যাবস্থাপক মোহাম্মদ মনিরুজ্জামান মিয়া। চলতি মাসের ৯ তারিখ হতে তিনি এ পদে যোগদান করেন।

এর পূর্বে তিনি ঢাকা স্টক এক্সচেঞ্জে দীর্ঘ ১১ বছর ধরে বিভিন্ন পদে কাজ করছেন। ১১ বছরের কর্মজীবনে তিনি ঢাকা স্টক এক্সচেঞ্জের জ্যেষ্ঠ নির্বাহী, সহকারী ব্যবস্থাপক এবং উপ-মহাব্যাবস্থাপক পদে প্রতিষ্ঠানটির প্রোডাক্ট এন্ড মার্কেট ডেভেলপমেন্ট, মার্কেট অপারেশন, ওটিসি মার্কেট ও রিসার্চ এন্ড ইনফরমেশন বিভাগে সুনাম ও দক্ষতার সঙ্গে কাজ করেছেন।

এছাড়াও তিনি ঢাকা স্টক এক্সচেঞ্জে মার্কেট ডেভেলপম্যানট ডিভিশনের মহাব্যবস্থাপক (ভারপ্রাপ্ত) থাকাকালীন সময়ে ২০১৮ সালে চীনের সাংহাই স্টক এক্সচেঞ্জ এবং শেনজেন স্টক এক্সচেঞ্জ কৌশলগত বিনিয়োগকারী হিসেবে ঢাকা স্টক এক্সচেঞ্জের পঁচিশ শতাংশ শেয়ার প্রায় ১১০ মিলিয়ন মার্কিন ডলারে ক্রয় করে। তিনি এই চুক্তি ও লেনদেনের সম্পাদনের জন্য গঠিত টিমের প্রধান হিসেবে দ্বায়িত্ব পালন করেন।

মোহাম্মদ মনিরুজ্জামান ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে একাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেম এ বিবিএ এবং এমবিএ ডিগ্রী অর্জন করেন। পরবর্তীতে তিনি অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে অ্যাপ্লাইড ফাইন্যান্সে মাস্টার্স ডিগ্রি ও যুক্তরাষ্ট্রের সিএফএ ইন্সটিটিউট হতে চার্টার্ড ফাইন্যান্সিয়াল অ্যানালিস্ট ডিগ্রি অর্জন করেছেন।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.