করোনার টিকায় খরচ হয়েছে ৪০ হাজার কোটি টাকা: স্বাস্থ্যমন্ত্রী

দেশে করোনাভাইরাসের টিকা কেনা ও টিকাদান কার্যক্রমে সরকারের ৪০ হাজার কোটি টাকা খরচ হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

বৃহস্পতিবার (১০ মার্চ) ‘আন্তর্জাতিক কিডনি দিবস’ উপলক্ষে আয়োজিত জাতীয় কিডনি ইনস্টিটিউট ও হাসপাতালে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জাহিদ মালেক বলেন, ‘করোনা মোকাবিলায় বাংলাদেশ এখন বিশ্বের রোল মডেল হিসেবে পরিচিতি পাচ্ছে। সেই সঙ্গে দেশে একদিনে এক কোটি ২০ লাখ টিকা দেওয়া হয়েছে। সব মিলিয়ে অল্প সময়ে দেশে ২২ কোটি ডোজ টিকা দিয়ে করোনা মোকাবিলায় বাংলাদেশ এখন অষ্টম স্থানে রয়েছে।’

তিনি বলেন, ‘করোনায় বিশ্বের অনেক দেশের অর্থনৈতিক অবস্থা যখন ভয়াবহ, তখন বাংলাদেশের অর্থনৈতিক সমৃদ্ধি আবারও ঘুরে দাঁড়াচ্ছে। জিডিপি ৬ প্লাস হয়েছে। মানুষ এখন নিশ্চিন্তে আবার ব্যবসা-বাণিজ্যে মন দিতে পারছে, এগুলো এমনি এমনি হয়নি।’ এজন্য স্বাস্থ্য খাতকে দিনরাত কাজ করতে হয়েছে জানিয়ে জাহিদ মালেক বলেন, ‘একদিনে আমরা এক কোটি ২০ লাখ ডোজ টিকা দিতে পেরেছি, যা একটি রেকর্ড। আমরা এ পর্যন্ত প্রায় ২২ কোটি ডোজ টিকা দিতে সক্ষম হয়েছি। এরমধ্যে টিকার প্রথম ডোজ সাড়ে ১২ কোটি, দ্বিতীয় ডোজ সাড়ে আট কোটি, আর বুস্টার হিসেবে দেওয়া হয়েছে ৫০ লাখ ডোজ।’

সব টিকা ক্রয় ও টিকাদান কার্যক্রম মিলে এগুলোর পেছনে সব মিলিয়ে সরকারের প্রায় ৪০ হাজার কোটি টাকা ব্যয় হয়েছে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

অর্থসূচক/এমএস

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.