ইংল্যান্ডের বিপক্ষে সমানতালে লড়ছে ক্যারিবিয়ানরা

নর্থ সাউন্ডে ইংল্যান্ডের বিপক্ষে সমানতালে লড়ছে ওয়েস্ট ইন্ডিজ। প্রথম ইনিংসে ইংল্যান্ডের করা ৩১১ রানের জবাবে নিজেদের প্রথম ইনিংসে চার উইকেটে ২০২ রান করেছে ক্যারিবিয়ানরা। দ্বিতীয় দিন শেষে স্বাগতিকরা পিছিয়ে আছে ১০৯ রানে।

আগের দিন সেঞ্চুরি করে দলকে পথ দেখাচ্ছিলেন জনি বেয়ারস্টো। এদিন অবশ্য লেজের সারির ব্যাটারদের থেকে খুব একটা সুবিধা পাননি তিনি। শুরুর দিকেই ক্রিস ওকস ফিরে যান ২৮ রান করে। এরপর ক্রেইগ ওভারটন শুন্য ও মার্ক উড এক রানে ফিরে যান। শেষ উইকেট হিসেবে মাঠ ছাড়েন বেয়ারস্টো। আগের দিন ১০৯ করা এই ব্যাটার থেমেছেন ১৪০ রান করে।

ক্যারিবিয়ানদের হয়ে জেইডেন সিলস চার উইকেট নেন। দুটি করে উইকেট নেন কেমার রোচ, জেসন হোল্ডার ও আলজারি জোসেফ। ব্যাটিংয়ে নেমে ক্যারিবিয়ানরা শুরুতে সাবলীলভাবেই খেলছিল।

উদ্বোধনী জুটিতেই তারা তোলে ৮৩ রান। জোন ক্যাম্পবেল ৩৫ রান করে ফিরে যাওয়ার পর অস্বস্তিতে পড়ে যায় ক্যারিবিয়ান টপ অর্ডার। ইংলিশ পেসারদের সম্মিলিত আক্রমণে ১২৭ রানের মধ্যে আরও তিনটি উইকেট হারিয়ে ফেলে তারা। একে একে বিদায় নেন অধিনায়ক ক্রেইগ ব্র্যাথওয়েট (৫৫), শামারাহ ব্রুকস (১৮) ও জার্মেইন ব্ল্যাকউড (১১)। দিনের শেষ ভাগে ৭৫ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েছেন এনক্রুমাহ বোনার ও হোল্ডার। বোনার ৩৪ ও হোল্ডার ৪৩ রান নিয়ে তৃতীয় দিন শুরু করবেন। ইংল্যান্ডের হয়ে একটি করে উইকেট নিয়েছেন ওকস, ওভারটন, বেন স্টোকস ও উড।

অর্থসূচক/এএইচআর

 

 

 

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.