মেসি-নেইমারদের নিয়ে এবার চ্যাম্পিয়ন্স লিগে বড় স্বপ্ন দেখছিল প্যারিস সেন্ত জার্মেই (পিএসজি)। শেষ ষোলর লড়াইয়ের প্রথম পর্বে আরেক ফেভারিট রিয়াল মাদ্রিদকে হারিয়ে কক্ষপথেই ছিল। কিন্তু ফিরতি লেগে এসে তাদের স্বপ্ন ভেঙে চুরমার! কিলিয়ানে এমবাপ্পের গোলে এগিয়ে থেকেও জেতা যায়নি ম্যাচ। দ্বিতীয়ার্ধে করিম বেনজেমার হ্যাটট্রিকে রিয়াল মাদ্রিদ ৩-১ গোলে পিএসজিকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে।
সান্তিয়াগো বার্নাব্যুতে বুধবার (৯ মার্চ) রাতে মুখোমুখি হওয়ার আগে প্রথম লেগে ১-০ গোলে জিতেছিল পিএসজি। দুই লেগ মিলিয়ে ৩-২ অগ্রগামিতায় শেষ আট নিশ্চিত করলো চ্যাম্পিয়ন্স লিগের সবচেয়ে সফল দলটি।
ম্যাচ ঘড়ির ৩৯ মিনিটে পিএসজি এগিয়ে যায়। একাধিক গোলের সুযোগ নষ্ট করার পর অবশেষে এমবাপ্পে সফল হয়। নেইমারের নিজেদের অর্ধের থ্রু থেকে বক্সে ঢুকে এমবাপ্পে সুন্দর ফিনিস করেন। ঝাঁপিয়ে পড়েও বলের নাগাল পেলেন না গোলকিপার কোর্তোয়া।
কিন্তু, বিরতির পর পুরো চিত্রটাই বদলে দিলেন বেনজেমা। ম্যাচের ৬১তম মিনিটে নিজেদের বড় ভুলে প্রথম গোল হজম করে পিএসজি। অনেক দূর থেকে গোলরক্ষককে অহেতুক ব্যাকপাস দিলেন মার্কো ভেরাত্তি। সতীর্থকে পাস বাড়াতে এক মুহূর্ত দেরি করে ফেললেন দোন্নারুম্মা। চাপ ধরে রাখতে না পেরে ভিনিসিউসের পায়ে বল তুলে দিলেন পিএসজি গোল রক্ষক। তাঁর থেকে বল নিয়ে ফাঁকা জালে বল পাঠান বেনজেমা।
রিয়াল সমতায় ফিরলেই ম্যাচ জমে যায়। আত্মবিশ্বাস ফিরে পাওয়া রিয়াল পরের মুহূর্তেই আক্রমণের ঝড় তোলে। শেষ পর্যন্ত দুই মিনিটের মধ্যে দুই বার জালে বল পাঠিয়ে দলকে কোয়ার্টার ফাইনালের টিকেট এনে দেন বেনজেমা। ৭৬ মিনিটে করেন নিজের দ্বিতীয় গোল আর শেষ গোল করেন ৭৮ মিনিটে। তাতে বেনজেমার হ্যাটট্রিক পূরণ হয়। সেইসঙ্গে নিশ্চিত হয় রিয়াল মাদ্রিদের জয়।
অর্থসূচক/এএইচআর



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.