মারিউপোল শহরে একটি শিশু হাসপাতালের ওপর রুশ বোমাবর্ষণের ঘটনার তীব্র নিন্দা করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি। ঘটনার ভিডিও ফুটেজসহ তিনি টুইট করেন, নৃশংসতা, ধ্বংসাবশেষের নিচে মানুষ, শিশুরা চাপা পড়েছে।
অবিলম্বে ইউক্রেনের আকাশে ‘নো ফ্লাই জোন’ কার্যকরের জন্য আহ্বান জানিয়ে তিনি বলেন, আপনাদের ক্ষমতা আছে কিন্তু আপনারা মানবতা হারিয়ে ফেলছেন।
যুক্তরাষ্ট্র ও অন্য নেটোভুক্ত দেশগুলো বারবার নো-ফ্লাই জোনের দাবি প্রত্যাখ্যান করে আসছে।
রুশ বোমা হামলায় হাসপাতালটির শিশু ও প্রসূতি বিভাগ ধ্বংস হয়ে গেছে বলে শহরটির পৌর কর্তৃপক্ষ ফেসবুকে এক বার্তায় জানান। ইউক্রেনের একজন এমপিও এ ঘটনার ভিডিও শেয়ার করেছেন।
মারিউপোল শহরের পৌর কর্তৃপক্ষ এক বিবৃতিতে বলেন, রুশ দখলদার বাহিনী শিশু হাসপাতালের ওপর কয়েকটি বোমা ফেলেছে। এতে শিশু ও প্রসূতি বিভাগসহ হাসপাতালটিতে ব্যাপক ধ্বংসযজ্ঞ হয়েছে। হতাহতের সঠিক সংখ্যা তারা এখনো জানেন না। আহতদের নিকটবর্তী হাসপাতালে নেয়া হচ্ছে।
Mariupol. Direct strike of Russian troops at the maternity hospital. People, children are under the wreckage. Atrocity! How much longer will the world be an accomplice ignoring terror? Close the sky right now! Stop the killings! You have power but you seem to be losing humanity. pic.twitter.com/FoaNdbKH5k
— Володимир Зеленський (@ZelenskyyUa) March 9, 2022
অর্থসূচক/এএইচআর



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.