ইউক্রেনে চলমান রুশ আগ্রাসনের প্রতিক্রিয়ায় রাশিয়াকে অর্থনৈতিকভাবে দুর্বল করতে মস্কো থেকে তেল, গ্যাস ও কয়লা আমদানি নিষিদ্ধ করেছে ওয়াশিংটন। সবশেষ যুক্তরাষ্ট্রের এ পদক্ষেপের কারণে বুধবার (৯ মার্চ) তেলের দাম ব্যারেল প্রতি ১৩০ ডলার ছাড়িয়ে গেছে। খবর- রয়টার্সের
এদিকে তেলের দাম বাড়ার কারণে এশিয়ার অর্থনীতিতেও প্রভাব ফেলছে। কারণ আমদানিকারক হিসেবে বৈশ্বিক চাহিদার ৪০ শতাংশেরও বেশি জ্বালানি দেশটি থেকে রপ্তানী হয়ে থাকে। এছাড়াও যুদ্ধের কারণে যেকোন পণ্যের ক্রমাগত মূল্যবৃদ্ধি এশিয়াসহ বিশ্বব্যাপী প্রভাব ফেলছে।
যদিও তেল, গ্যাসের ওপর কেবল যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা রুশ অর্থনীতিতে তেমন উল্লেখযোগ্য প্রভাব ফেলবে না বলেই ধারণা করছেন অনেকে। কারণ রাশিয়ার জ্বালানি সরবরাহের খুবই সামান্য অংশ এই দুই দেশ আমদানি করে থাকে।
অর্থসূচক/তাসনিম



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.