আইসিসির মাস সেরা তালিকায় যারা

ফেব্রুয়ারির প্লেয়ার অব দ্য মান্থের মনোনয়ন তালিকা প্রকাশ করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। এই মাসের সেরা হওয়ার দৌড়ে ভারতের শ্রেয়াস আইয়ারের সঙ্গে রয়েছেন আরব আমিরাতের ভ্রিত্যা আরবিন্দ ও নেপালের দীপেন্দার সিং।

শ্রীলঙ্কা ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রায় অপ্রতিরোধ্য ছিলেন আইয়ার। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের শেষ ওয়ানডেতে ৮০ রানের ইনিংস খেলে ফেব্রুয়ারি মাস শুরু করেছিলেন এই ভারতীয় ব্যাটার। আর টি-টোয়েন্টি সিরিজে ১৬ বলে ২৫ রানের একটি ইনিংস খেলেছিলেন তিনি। এরপর শ্রীলঙ্কার বিপক্ষে টানা তিন ম্যাচে হাফ সেঞ্চুরি করেছেন তিনি। ২০৪ রান করে তিনি সিরিজের সর্বোচ্চ রান সংগ্রাহকও হয়েছেন।

আইয়ারের চেয়ে খুব বেশি পিছিয়ে নেই নেপালের দীপেন্দার। তিনি আইসিসির বিশ্বকাপ কোয়ালিফায়ারে ১৫৯ রান করেছেন। এর মধ্যে ফিলিপাইনের বিপক্ষে ৪৭ বলে ৮৩ রানের একটি ইনিংস রয়েছে তার। আর ওমান, আরব আমিরাত ও আয়ারল্যান্ডের বিপক্ষে চার দলীয় সিরিজে ১৪২ রান এসেছে তার ব্যাট থেকে। আরবিন্দ টি-টোয়েন্টি বিশ্বকাপে আরব আমিরাতের জায়গা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।

বিশ্বকাপ কোয়ালিফায়ারে তিনি ২৬৭ রান করেছেন তিনি। ব্যাটিং গড় তার ৮৯। এর মধ্যে ৬৭ বলে ৯৭ রানের একটি অপরাজিত ইনিংস খেলেছেন প্রথম ম্যাচেই। এ ছাড়া তার বাকি ইনিংসগুলো ছিল ৪০, ৮৪* ও ৪৬ রানের। এ ছাড়া মনোনয়ন পাওয়া তিন নারী ক্রিকেটার হলেন ভারতের মিতালী রাজ ও দীপ্তি শর্মা এবং নিউজিল্যান্ডের অ্যামিলিয়া কার।

অর্থসূচক/এএইচআর

 

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.