বড় উত্থানের দিনে অভাগা ৩ কোম্পানি

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ বুধবার মূল্য সূচকের ব্যাপক উত্থান হয়েছে। এদিন ডিএসইতে মাত্র ৩ কোম্পানির দরপতন হয়েছে। তাই আজ ডিএসইতে টপটেন লুজার তালিকা পূর্ণ হয়নি। এদিন টপটেন লুজার তালিকা দর অপরিবর্তিত কোম্পানি দিয়ে পূর্ণ করা হয়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

বুধবার ডিএসইতে সবচেয়ে বেশি দর কমেছে আইডিএলসি ফিন্যান্স লিমিটেডের। এদিন শেয়ারটির দর ২ টাকা ৬০ পয়সা বা ৪.৮৮ শতাংশ কমেছে। আজ শেয়ারটি সর্বশেষ ৫০ টাকা ৭০ পয়সা দরে লেনদেন হয়।

বুধবার কোম্পানিটি সর্বশেষ ৫০ টাকা ৭০ পয়সা দরে লেনদেন হয়। এদিন কোম্পানিটি ১ হাজার ২১২ বারে ১১ লাখ ৩৭ হাজার ৭৯৮টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৫ কোটি ৭৬ লাখ টাকা।

লুজার তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে তমিজ উদ্দিন টেক্সটাইল লিমিটেড। আজ কোম্পানিটির দর ৫ টাকা ৮০ পয়সা বা ১.৯৮ শতাংশ কমেছে। শেয়ারটি সর্বশেষ ২৮৬ টাকা ৫০ পয়সা দরে লেনদেন হয়।

ব্রাক ব্যাংক লুজার তালিকার তৃতীয় স্থানে রয়েছে। কোম্পানিটির দর ৩০ পয়সা বা ৬২ শতাংশ কমেছে।

লুজার তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- ফার্স্ট জনতা ব্যাংক মিউচ্যুয়াল ফান্ড, এবি ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, এআইবিএল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, বিডি ফিন্যান্স, বিডি সার্ভিসেস, বেক্সিমকো সিনথেটিক্স ও সি অ্যান্ড এ টেক্সটাইল লিমিটেড।

অর্থসূচক/এসএ/

 

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.