রাশিয়ার বিমান আটক করতে পারবে যুক্তরাজ্য

রাশিয়ার বিমান ও মহাকাশ প্রযুক্তির ওপর নতুন কিছু নিষেধাজ্ঞা ঘোষণা করেছে যুক্তরাজ্য। এর ফলে এখন থেকে যুক্তরাজ্যে থাকা রাশিয়ার বিমান আটক করতে পারবে কর্তৃপক্ষ। সেদেশে রাশিয়ার কোন বিমানের প্রবেশ, অবতরণ বা চলাচল অপরাধ হিসাবে গণ্য করা হবে।

ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী লিজ ট্রাস বলেছেন, এই নিষেধাজ্ঞার ফলে রাশিয়া ও ক্রেমলিন ঘনিষ্ঠরা আরও বেশি অর্থনৈতিক সমস্যায় পড়বেন। খবর- বিবিসির

বিবিসি নিউজনাইট পলিটিক্যাল এডিটর নিক ওয়াট বলেছেন, রাশিয়ার রাষ্ট্রীয় বিমান এই নিষেধাজ্ঞার লক্ষ্যবস্তু নয়, কারণ আগেই সেদেশের বিমান চলাচল নিষিদ্ধ করা হয়েছে।

কিন্তু এর ফলে রাশিয়ার প্রাইভেট জেট বিমানগুলোকে লক্ষ্য করা হবে, যেগুলো তৃতীয় কোন দেশে তালিকাভুক্ত এবং রাশিয়ান ধনকুবেররা ব্যবহার করেন।

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.