দুপুরে পুঁজিবাজার নিয়ে জরুরী বৈঠক বিএসইসির

সম্প্রতি পুঁজিবাজারে ধারাবাহিক দরপতনে দিশেহারা বিনিয়োগকারীরা। তাই পুঁজিবাজারে দরপতন ঠেকাতে করণীয় আলোচনা করতে জরুরী সাংবাদ সম্মেলন ডেকেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

আজ দুপুর ২.৩০ মিনিটে বিএসইসি ভবনে এ সংবাদ সম্মেলন হবে।

সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, সেকেন্টারি মার্কেটে তারল্য প্রবাহ নিশ্চিতকল্পে ক্যাপিটাল মার্কেট স্ট্যাবিলাইজেশন ফান্ড (সিএমএসএফ) থেকে আরও ১০০ কোটি টাকা দ্রুত বিনিয়োগ ও ২ শতাংশের নীচে শেয়ার দর না বাড়ার বিষয়ে কমিশন সভার সিদ্ধান্ত বিষয়ে সংবাদ সম্মেলনে জানানো হবে।

প্রসঙ্গত, বেশকিছু দিন ধরেই পুঁজিবাজারে দরপতন অব্যাহত রয়েছে। গতকাল সোমবারও পুঁজিবাজারে বড় পরপতন হয়েছে। ওইদিন ডিএসই প্রধান মূল্য সূচক ১৮২ পয়েন্ট নিচে নেমে গেছে। বর্তমানে সূচকটি গত ৭ মাসের মধ্যে সর্বনিম্ন অবস্থানে রয়েছে।

অর্থসূচক/এসএ/

 

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.