আজ থেকে দাঁড়িয়ে যাওয়া যাবে ট্রেনে

করোনার কারণে এতদিন বন্ধ ছিল ট্রেনের স্ট্যান্ডিং (দাঁড়ানো) টিকিট বিক্রি। মঙ্গলবার (৮ মার্চ) থেকে আবারও স্ট্যান্ডিং টিকিট বিক্রি শুরু হবে। তাই আজ থেকে ট্রেনে দাঁড়িয়ে যাতায়াত করা যাবে।

এ বিষয়ে সোমবার (৭ মার্চ) জারি করা এক অফিস আদেশে বলা হয়, ট্রেনে আসনবিহীন টিকিট ইস্যু করার যে নির্দেশনা দেওয়া হয়েছিল, সে বিষয়ে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো। ৮ মার্চ থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে।

স্বাস্থ্য অধিদপ্তরের দেয়া তথ্য মতে, দেশে ২৮ ফেব্রুয়ারি থেকে ৬ মার্চ পর্যন্ত সময়ে করোনা সংক্রমণ কমেছে ৫১ দশমিক ২ শতাংশ। সেইসঙ্গে মৃত্যু কমেছে ২৩ দশমিক ৫ শতাংশ।

উল্লেখ্য, দেশে করোনার প্রাদুর্ভাব বাড়ায় গত ১৫ জানুয়ারি থেকে আন্তঃনগর ট্রেনে অর্ধেক যাত্রী পরিবহন করার ঘোষণা দেয় সরকার। পরে সংক্রমণ পরিস্থিতি ক্রমে শিথিল হলে গত ৯ ফেব্রুয়ারি থেকে সব আসনে যাত্রী পরিবহন শুরু হয়। তখন ট্রেন চালুর নির্দেশনায় বলা হয়েছিল, আন্তঃনগর ট্রেনগুলোর স্ট্যান্ডিং টিকিট ও স্টেশনের প্ল্যাটফর্ম টিকিট ইস্যু সম্পূর্ণরূপে বন্ধ থাকবে। এবার ওই সিদ্ধান্তে পরিবর্তন আসছে।

বাংলাদেশ রেলওয়ের মোট ৩৯৭টি ট্রেনের মধ্যে বর্তমানে যাত্রীবাহী আন্তঃনগর ট্রেন ১০৪টি, লোকাল কমিউটার ও এক্সপ্রেস ট্রেন আছে ২৫৩টি এবং মালবাহী ট্রেনের সংখ্যা প্রায় ৪০টি।

 

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.