ফিলিস্তিনে নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত মুকুল আর্যকে দূতাবাসের ভেতরে মৃত অবস্থায় পাওয়া গেছে। রোববার (৬ মার্চ) রামাল্লায় ভারতীয় দূতাবাসের অভ্যন্তরে তার মরদেহ পাওয়া যায়। তবে ভারতীয় পররাষ্ট্র সার্ভিসের ২০০৮ ব্যাচের এই কর্মকর্তার মৃত্যু কিভাবে হয়েছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে এক টুইটে ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেছেন, রামাল্লায় ভারতীয় দূতের মৃত্যুর খবরে গভীরভাবে শোকাহত। তিনি অত্যন্ত উজ্জ্বল ও মেধাবী কর্মকর্তা ছিলেন, সামনে তার অনেক কিছুই করার ছিল।
ফিলিস্তিনের পররাষ্ট্র মন্ত্রণালয় টুইটারে জানিয়েছে, মুকুল আর্যের মরদেহ ভারতে পাঠানোর বিষয়ে তারা ভারতীয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেছে।
বিবৃতিতে ফিলিস্তিনি কর্তৃপক্ষ বলেছে, প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস ও প্রধানমন্ত্রী মুহাম্মাদ শতায়েহ (মুকুল আর্যের) মৃত্যুর বিষয়ে আরও তথ্য জানতে ফিলিস্তিনের স্বাস্থ্য ও ফরেনসিক মেডিসিন মন্ত্রণালয়সহ সব ধরনের নিরাপত্তা, পুলিশ ও সরকারি কর্তৃপক্ষকে অবিলম্বে রামাল্লায় ভারতীয় দূতের বাসভবনে যেতে নির্দেশ দিয়েছেন।
মুকুল আর্য ফিলিস্তিনে যোগ দেওয়ার আগে কাবুল ও মস্কোর ভারতীয় দূতাবাসে কাজ করেছেন। এছাড়া দিল্লিতে ভারতীয় পররাষ্ট্র দপ্তরেও কর্মরত ছিলেন তিনি। প্যারিসে ইউনেস্কো কার্যালয়ে ভারতের স্থায়ী দূত হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.