কপিলকে ছাড়িয়ে যাবেন, কখনও ভাবেননি অশ্বিন

মোহালিতে শ্রীলঙ্কার বিপক্ষে ৬ উইকেট নিয়ে কপিল দেবকে টপকে গিয়েছেন রবিচন্দ্রন অশ্বিন। ৮৫ টেস্টে ৪৩৬ উইকেট নেয়া অশ্বিন ভারতের বোলারদের মাঝে দুইয়ে রয়েছেন। ভারতীয়দের মাঝে অশ্বিনের উপরে রয়েছেন কেবল অনিল কুম্বলে।

কপিলকে ছাড়িয়ে যাওয়ার পর নিজের অনুভূতি লুকাতে পারেননি অশ্বিন। ম্যাচ শেষে টুইটারে নিজের তৃপ্তির কথা জানিয়েছেন ডানহাতি এই অফ স্পিনার। যেখানে অশ্বিন বলেন, ‘২৮ বছর আগে গ্রেট কপিল দেবের উইকেট নেওয়ার বিশ্বরেকর্ডের পরে আমি আনন্দে মেতে উঠেছিলাম। তখন আমার বিন্দুমাত্র ধারণা ছিল না যে, আমি একজন অফ-স্পিনার হব, দেশের হয়ে ক্রিকেট খেলব এমনকি মহান মানুষটির উইকেট সংখ্যাকে ছাপিয়ে যাব। এখনও পর্যন্ত এই খেলা আমাকে যা দিয়েছে, তাতে আমি অভিভূত এবং কৃতজ্ঞ।’

অশ্বিনের এমন রেকর্ডের ম্যাচে নিজের শততম টেস্টে ৮ হাজার রান পূরণ করেছেন বিরাট কোহলি। এদিকে একই টেস্টে দেড়শ এবং ১০ উইকেট নিয়ে কীর্তি গড়ার সুযোগ থাকলেও ৯ উইকেট পাওয়ায় সেটা হয়ে ওঠেনি রবীন্দ্র জাদেজার। তবে ব্যাট হাতে অপরাজিত ১৭৫ রানের ইনিংস খেলা জাদেজা ম্যাচের নায়ক।

এমন পারফরম্যান্সে জাদেজার প্রশংসা করেছেন শচীন টেন্ডুলকার। অভিনন্দন জানিয়েছেন অশ্বিনকেও। শচীন বলেন, ‘কপিল পাজিকে টপকে যাওয়া অনেক বড় প্রাপ্তি। তুমি যে ভাবে এগোচ্ছিলে, তাতে বেশি সময় লাগার কথাও ছিল না।’

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.