যে অবস্থায় আছি আন্তর্জাতিক ক্রিকেট খেলাটা অসম্ভব: সাকিব

সাম্প্রতিক সময়ে ছুটি নেওয়ার প্রবণতা এবং টেস্টে কম খেলার কারণে সমালোচনায় পড়তে হয়েছে সাকিব আল হাসানকে। লাল বলে সাকিব খেলবেন কি খেলবেন না তা নিয়ে দ্বিধাদ্বন্দ্ব ক্রমশই বেড়ে চলেছে। আইপিএলের নিলামের আগে টেস্ট থেকে ৬ মাসের বিরতি চেয়ে বোর্ডকে একটি চিঠি দিয়েছিলেন সাকিব।

ছুটি চাইলেও নাজমুল হাসানের পাপনের কথায় শ্রীলঙ্কা সিরিজে খেলার জন্য সম্মত হয়েছিলেন বাংলাদেশের এই অলরাউন্ডার। তবে দক্ষিণ আফ্রিকা সিরিজের টেস্ট খেলবেন না বলে জানিয়েছিলেন তিনি। পরবর্তীতে বোর্ড সভাপতির সঙ্গে আলোচনা করে প্রোটিয়া সফরেও টেস্ট খেলতে রাজি হয়েছিলেন সাকিব।

যে কারণে সাকিবকে নিয়েই দক্ষিণ আফ্রিকা সফরের ওয়ানডে ও টেস্ট দল ঘোষণা করেছে বিসিবি। তবে সেই সিরিজে তার খেলা নিয়ে আবারও অনিশ্চয়তা তৈরি হয়েছে। গণমাধ্যমের সঙ্গে আলাপকালে সাকিব বলেন, ‘দক্ষিণ আফ্রিকা সিরিজ নিয়ে বলতে হয় যে, আমি মানসিক এবং শারীরিকভাবে যে অবস্থার মধ্যে আছি, তাতে আমার মনে হয় না আমার পক্ষে আন্তর্জাতিক ক্রিকেট খেলাটা সম্ভব। তাই আমার মনে হয় যে, যদি আমি একটা বিরতি পায় তাহলে আবার সেই আগ্রহটা ফিরে পাবো।’

তিনি আরও বলেন, ‘আমার কাছে মনে হয় এরকম মন মানসিকতা নিয়ে দক্ষিণ আফ্রিকা সিরিজটা খেলা আমার জন্য ঠিক হবে। জালাল ভাইয়ের সঙ্গেও আলাপ করেছি আজকে। জালাল ভাই বলেছে উনি দুইদিন চিন্তা করবে, আমিও চিন্তা করার সময় দিয়েছি। তারপর আসলে একটা সিদ্ধান্ত নেয়া উচিত কিংবা হবে বলে আমি মনে করি। এখন পর্যন্ত আমার কাছে যেটা মনে হচ্ছে এরকম যদি আমার মন মানসিকতা থাকে, শারীরিক অবস্থা, মানসিক অবস্থা থাকে আসলে এটা দলের জন্যই ক্ষতি হবে।’

 

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.