১৩ বছরের মধ্যে সর্বোচ্চ তেলের দাম

ইউক্রেনে রাশিয়ার হামলা শুরু হওয়ার পর থেকেই জ্বালানি পণ্যের দাম বেড়েই চলেছে। রাশিয়ার তেলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করতে মিত্রদেশগুলোর সঙ্গে যুক্তরাষ্ট্র আলোচনা করছে, এই ঘোষণার পর জ্বালানি তেলের দাম ১৩ বছরের মধ্যে সর্বোচ্চ দরে উঠেছে।

অপরিশোধিত তেলের দাম এশিয়ার বাজারে ব্যারেল প্রতি ১৩৯ ডলার ছুঁয়েছে। সর্বশেষ ২০০৮ সালে তেলের দাম এই পর্যায়ে উঠেছিল।

এদিকে ইউক্রেনে হামলা চালানোর কারণে রাশিয়ায় কার্যক্রম স্থগিত করেছে মাস্টার কার্ড, ভিসা, আমেরিকান এক্সপ্রেস, নেটফিক্সের মতো অনেকগুলো বহুজাতিক প্রতিষ্ঠান।

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.