জাদেজার রেকর্ডে ৩ দিনেই জিতলো ভারত

মোহালিতে ব্যাট হাতে সেঞ্চুরি আর বল হাতে ৯ উইকেট নিয়ে রেকর্ড গড়েছেন রবীন্দ্র জাদেজা। এই অলরাউন্ডারের দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে শ্রীলঙ্কাকে ইনিংস এবং ২২২ রানের ব্যবধানে হারিয়েছে ভারত। তিন দিনে মোহালি টেস্ট জিতে সিরিজে ১-০ তে এগিয়ে গেল রোহিত শর্মার দল।

শ্রীলঙ্কার বিপক্ষে প্রথমে ব্যাটিং করতে নেমে বড় সংগ্রহ দাঁড় করায় ভারত। দ্বিতীয় দিনে ৮ উইকেটে ৫৭৪ রান তুলে প্রথম ইনিংস ঘোষণা করে ভারত। যেখানে জাদেজা অপরাজিত ১৭৫ এবং ঋষভ পান্ত করেন ৯৬ রান।

মোহালিতে ভারতের ব্যাটারদের পর ছড়ি ঘুরিয়েছে বোলাররাও। দ্বিতীয় দিন শেষে ১০৮ রান তুলতেই চার উইকেট হারায় শ্রীলঙ্কা। ৬ উইকেট হাতে নিয়ে ৪৬৬ রানে পিছিয়ে থেকে তৃতীয় দিন শুরু করে সফরকারীরা। এদিন ব্যাটিংয়ে নেমে লঙ্কানরা গুটিয়ে যায় ১৭৪ রানে। এরফলে ফলো অনে পড়ে আবারও ব্যাটিংয়ে নামে শ্রীলঙ্কা। কিন্তু দ্বিতীয় ইনিংসেও সুবিধা করতে পারেনি লঙ্কান ব্যাটাররা। সর্বোচ্চ নিরোসান ডিকওয়ালার ব্যাট থেকে আসে অপরাজিত ৫১ রান। এছাড়া বলার মতো কোনো রান করতে পারেনি আর কোনো ব্যাটার। তাই দ্বিতীয় ইনিংসে লঙ্কানরা অলআউট হয়েছে ১৭৮ রানে।

ভারতের হয়ে প্রথম ইনিংসে ৫ উইকেট শিকার করেছেন জাদেজা। এরপর দ্বিতীয় ইনিংসেও লঙ্কান ব্যাটারদের ঘূর্ণি জালে কাবু করেছেন এই অলরাউন্ডার। দুই ইনিংস মিলিয়ে ৯ উইকেট শিকার করেছেন জাদেজা।

এই টেস্টের প্রথম ইনিংসে ব্যাট হাতে দেড়শোর্ধ্ব রান এবং বল হাতে পাঁচ উইকেট শিকার করে বিরল এক রেকর্ড গড়েছেন জাদেজা। ক্রিকেট ইতিহাসের ষষ্ঠ এবং তৃতীয় ভারতীয় হিসেবে এক ইনিংসে দেড়শো রান এবং পাঁচ উইকেট নেয়ার এলিট ক্লাবে নাম লিখিয়েছেন এই অলরাউন্ডার। ম্যাচ সেরার পুরষ্কারও উঠেছে তার হাতে।

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.